প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হলেন সাইনা

International Olympic Committee-র অ্যাথলিটস কমিশনের সদস্য হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে এই বিরল সন্মানে সন্মানিত হলেন তিনি। 

Updated By: Oct 19, 2016, 10:50 AM IST
প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হলেন সাইনা

ওয়েব ডেস্ক: International Olympic Committee-র অ্যাথলিটস কমিশনের সদস্য হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে এই বিরল সন্মানে সন্মানিত হলেন তিনি। 

গতকাল রাতে IOC-র সভাপতি থমাস বাচের থেকে IOC অ্যাথলিটস কমিশনের সদস্য হওয়ার নিয়োগ পত্র পান সাইনা। চিঠিতে লেখা আছে রিও অলিম্পিক চলাকালিন IOC অ্যাথলিটস কমিশনের সদস্যের মনোয়ন আপনাকে দেওয়া হয়েছিল। এরপর কমিশনের চেয়ারম্যান অ্যাঙ্গেলস রুজেরিও সাথে আলোচনার পর আপনাকে IOC অ্যাথলিটস কমিশনের সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। নতুন IOC অ্যাথলিটস কমিশনের পরবর্তী সভা ছয়ই নভেম্বর। অনুশীলন করা কালীন সাইনা গতকাল এই খবর পান। এই সংবাদে সাইনা এবং তার পরিবার ভীষণ আবেগতাড়িত এবং নিজেদের গর্বিত মনে করছেন। 

.