গ্ল্যামার নয় আবেগে ধোনিদের হারালেন সাইনারা
স্বাধীনতা দিবসের সকালটা জাতীয় পতাকা ওড়ানো, প্রধানমন্ত্রীর বক্তৃতা আর পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানোর পাশাপাশি আরও একটা জিনিস দেখার ছিল, তা হল অন্য আইপিএল (ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ) কেমন করে। ধোনিদের আইপিএলকে কী আদৌ টপকাতে পারবেন সাইনা নেহওয়ালদের আইবিএল!
স্বাধীনতা দিবসের সকালটা জাতীয় পতাকা ওড়ানো, প্রধানমন্ত্রীর বক্তৃতা আর পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানোর পাশাপাশি আরও একটা জিনিস দেখার ছিল, তা হল অন্য আইপিএল (ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ) কেমন করে। ধোনিদের আইপিএলকে কী আদৌ টপকাতে পারবেন সাইনা নেহওয়ালদের আইবিএল!
বৃহস্পতিবার আইবিএল-এর উদ্বোধনী দিনের পর যা দেখা গেল তার নির্যাস একটাই। গ্ল্যামারের দিক থেকে আইপিএলের ধারেকাছে না এলেও, খেলার আবেগে আইপিএলকে ছাপিয়ে গেল আইবিএল। আইপিএলের মত হাইপ নেই, থিকথিক করা বলিউড তারকা নেই, টিভিতে ঘণ্টার পর ঘণ্টা বিশ্লেষণ নেই, সেই যুদ্ধ-যুদ্ধ আবহ নেই, মাঠ ছাপিয়ে যাওয়া দর্শকও নেই। তবু যদি শুধু খেলার দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে আইবিএলের আকর্ষণ এগিয়ে থাকার কথা। এমনটাই মত ক্রীড়াপ্রেমীদের।
আইবিএলের শুরুতেই চমকে দিলেন অনামী সাই প্রানিথ। সাই হারালেন বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ভিয়েতনামের টিনে মিনহা নিগুয়েনকে। সাইয়ের কাছে বিশ্বকাপে ব্রোঞ্জ জেতা টিনের হারের পরের দৃশ্যটা অনেকটা আইপিএল অঙ্কিত রাজপুতের বলে রিকি পন্টিংয়ের আউট হওয়ার মত ছিল।
সব মিলিয়ে ব্যাপার একটা দাঁড়াল আইপিএলের গ্ল্যামারের ধারে কাছে না এলেও আইবিএল ফিরিয়ে আনল আইপিএলের সেই স্মৃতি। যেখানে অনামী খেলার সুযোগ পায় মহাতারকাদের বিরুদ্ধে।
মার্কশিটে দুই লিগ
জাঁকজমক-
আইপিএল-৯/১০
আইবিএল- ৬/১০
টিআরপি-
আইপিএল- ১০/১০