David Warner, BGT 2023: টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়ে বড় কথা বলে দিলেন মারকুটে ওয়ার্নার

চোট সারিয়ে ফিট হয়ে উঠলে ফের ভারত সফরে আসবেন ওয়ার্নার। এরপর তো আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার ব্যাপারটা আছেই। সেখানে তাঁকে মারকুটে মেজাজে দেখা যাবে কিনা সেটাই দেখার।   

Updated By: Feb 24, 2023, 05:55 PM IST
David Warner, BGT 2023: টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়ে বড় কথা বলে দিলেন মারকুটে ওয়ার্নার
এভাবেই বারবার ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারই হয়তো ভারতের মাটিতে শেষবার টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তিনি বেশ কিছুদিন ধরেই ফর্মে ছিলেন না। তবে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) স্পিন বোলিং ভালোভাবে সামাল দিয়ে বড় স্কোর করবেন বলেই আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্নার অবশ্য টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে খেলতে আসার আগেই জানিয়েছিলেন, টানা খেলে তিনি ক্লান্ত-অবসন্ন। যদিও টিম ম্যানেজমেন্ট সে কথা মানতে চায়নি। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন ওয়ার্নার। এরপর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৫ রান করেন এই ওপেনার। এরপরেই চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। 

দেশে ফিরে এই মারকুটে বাঁহাতি ওপেনার বলছেন, "চোট পেয়ে ভারত সফর ছেড়ে এভাবে দেশে ফিরতে হওয়ায় আমি দুঃখিত। এই স্মৃতি নিয়ে আমি ভারত থেকে দেশে ফিরতে চাইনি। আমরা এখনও পর্যন্ত যে ম্যাচগুলি খেলেছি, সব ম্যাচেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি দেখা গিয়েছে। দিল্লি টেস্ট ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। তবে আমরা আরও দু'টি ম্যাচ খেলব। আশা করি আমরা এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে পারব।" 

আরও পড়ুন: MCC On Mankading: বোলার আর 'ভিলেন' নয়! ক্রিকেটের সব পর্যায়েই মানকাডিং বৈধ,জানাল এমসিসি

আরও পড়ুন: Virushka: আলিবাগে দু’হাজার স্কয়্যার ফুটের বিলাসবহুল ভিলা কিনল বিরুষ্কা, দাম জানলে চোখ কপালে উঠবে

এই ওপেনারের পরিবর্তে দিল্লি টেস্ট ম্যাচের বাকি সময়টা খেলেন ম্যাট রেনশ। পরে ওয়ার্নার জানান, তাঁর কনুইয়ে চিড় ধরেছে। এই চোটের জন্যই সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে। টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ব্যাটার। তবে ওডিআই সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। চোট সারিয়ে ফিট হয়ে উঠলে ফের ভারত সফরে আসবেন ওয়ার্নার। এরপর তো আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার ব্যাপারটা আছেই। সেখানে তাঁকে মারকুটে মেজাজে দেখা যাবে কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.