সচিনের আবেদন খারিজ বোর্ডের
সচিন তেন্ডুলকরের আবেদন খারিজ করে দিল বিসিসিআই। সচিন রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচটি পালাম থেকে সরিয়ে মুম্বইতে করার আবেদন করেছিলেন। কিন্তু মুম্বই-সার্ভিসেস ম্যাচটি পালাম থেকে সরানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বোর্ড। রঞ্জি ট্রফির নিয়মাবলী অনুযায়ী ম্যাচটি সার্ভিসেস তাদের হোম গ্রাউন্ডে করতে পারবে।
সচিন তেন্ডুলকরের আবেদন খারিজ করে দিল বিসিসিআই। সচিন রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচটি পালাম থেকে সরিয়ে মুম্বইতে করার আবেদন করেছিলেন। কিন্তু মুম্বই-সার্ভিসেস ম্যাচটি পালাম থেকে সরানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বোর্ড। রঞ্জি ট্রফির নিয়মাবলী অনুযায়ী ম্যাচটি সার্ভিসেস তাদের হোম গ্রাউন্ডে করতে পারবে।
তাই ম্যাচটি পালামে দেওয়া হয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এর কারণ হিসাবে বলা হয়েছে ১৯৬৪ সালে শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচটি খেলা হয়েছিল মুম্বইয়ের হোম গ্রাউন্ড ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। ফলে নিয়ম মেনে এবারের সেমিফাইনাল ম্যাচ হওয়া উচিত সার্ভিসেসের হোম গ্রাউন্ডে। মুম্বই বনাম সার্ভিসেসের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে ১৬ জানুয়ারি।