অবসরের ৮ বছর পরেও ভারতের জার্সির রঙে অটুট ভালবাসা Sachin-এর
ক্রিকেট ছাড়লেও ভারতীয় দলের জার্সি ঘিরে এখনও তাঁর আবেগ এতটুকু কমেনি। ক্রিকেটিয় কেরিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে নানা রঙের জার্সিতে বাইশ গজে নেমেছেন মাস্টার ব্লাস্টার।
নিজস্ব প্রতিবেদন: ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ক্রিকেট ছাড়লেও ভারতীয় দলের জার্সি ঘিরে এখনও তাঁর আবেগ এতটুকু কমেনি। ক্রিকেটিয় কেরিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে নানা রঙের জার্সিতে বাইশ গজে নেমেছেন মাস্টার ব্লাস্টার। সেই সব রঙ এখনও তাঁর কাছে কতটা প্রিয় সেটাই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বোঝালেন সচিন।
ইনস্টাগ্রামে সচিন একটি রঙিন ছবি পোস্ট করেছেন। পরনে ভারতের সব রঙ। টেস্টের সাদা জার্সির সঙ্গে একদিনের ক্রিকেটের নীল রঙ মিশে গিয়েছে।
আরও পড়ুন- Sydney Test-এ বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় ক্রিকেটাররা, সরব ভাজ্জি-বীরু
আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর ছবিটি পোস্ট করে লিখেছেন, "টিম ইন্ডিয়ার হয়ে যা পরেছিলাম, সেই সব রঙ পরেছি। "
আরও পড়ুন-Ind vs Aus: দেশের প্রতি দায়বদ্ধ, দরকার হলে Injection নিয়ে ব্যাটিং করবেন জাদেজা