জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি, নস্টালজিক সচিন তেন্ডুলকর
১৯৯০ সালের ১৪ অগাস্ট ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই প্রথম টেস্ট সেঞ্চুরি আজও ভোলেনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
নিজস্ব প্রতিবেদন: জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে। ১৯৯০ সালের ১৪ অগাস্ট ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই প্রথম টেস্ট সেঞ্চুরি আজও ভোলেনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ম্যাচ বাঁচানো ইনিংস কিভাবে খেলতে হয়, স্বাধীনতা দিবসের আগের দিনেই তা শিখেছিলেন সচিন।
১৯৯০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে লর্ডসে প্রথম টেস্টে হেরেছিল ভারত। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৫১৯ করেছিল ইংল্যান্ড। জবাবে ৪৩২ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। এরপর ৩২০ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় গ্রাহাম গুচরা। জবাবে চতুর্থ ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে সচিন তেন্ডুলকর অনবদ্য ১১৯ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল তাঁর প্রথম টেস্ট শতরান। শততম শতরানের মালিকের প্রথম সেঞ্চুরি।
#OnThisDay in 1990, a 17-year-old Sachin Tendulkar hit his maiden Test hundred and the rest is history ...
Which is your favourite from the Master Blaster? pic.twitter.com/SPwjYhEUrM
— ICC (@ICC) August 14, 2020
নিজের প্রথম টেস্ট শতরান নিয়ে আজও নস্টালজিক মাস্টার ব্লাস্টার। বলেছেন, "পরের দিনই আমাদের স্বাধীনতা দিবস ছিল। সেই কারণে এই সেঞ্চুরি আমার কাছে আরও স্পেশাল। আমি সেদিন ম্যাচ বাঁচানো ইনিংস কীভাবে খেলতে হয় তা শিখেছিলাম।"
আরও পড়ুন -গতির লড়াইয়ে স্টার্ক! শোয়েবের রেকর্ড ভাঙতে চান অজি পেসার