Tokyo 2020: Kamalpreet কে সাফল্যের মন্ত্র দিয়ে হৃদয় ছুঁয়ে নেওয়া টুইট Sachin এর

কমলপ্রীতের সেরা থ্রো ছিল ৬৩.৭০ মিটার।

Updated By: Aug 3, 2021, 11:39 AM IST
Tokyo 2020: Kamalpreet কে সাফল্যের মন্ত্র দিয়ে হৃদয় ছুঁয়ে নেওয়া টুইট Sachin এর

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠে দেশবাসীকে পদকের স্বপ্ন দেখিয়ে ছিলেন কমলপ্রীত কৌর (Kamalpreet Kaur)। কিন্তু পঞ্জাবের মেয়ে সোমবার ডিসকাস থ্রো-র ফাইনালে ৬ নম্বরে শেষ করেছেন। কমলপ্রীতের সেরা থ্রো ছিল ৬৩.৭০ মিটার।

কমলপ্রীতকে ভবিষ্যতের সাফল্যের মন্ত্র দিয়ে টুইট করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেট কিংবদন্তি লেখেন, "আমরা মাঝে মধ্যে জিতি, মাঝে মধ্যে হারি। হার্ড লাক কমলপ্রীত! আমরা তোমার জন্য গর্বিত। তুমি তোমার সেরাটা দিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছ এত বড় একটা মঞ্চে। এই অভিজ্ঞতা তোমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে।"

আরও পড়ুন: PM Modi: 'জেতা-হারা জীবনেরই অঙ্গ'! টুইট মনপ্রীতদের জন্য 'গর্বিত' প্রধানমন্ত্রীর

কমলপ্রীতের ইভেন্টে আমেরিকার আলারি আলম্যান ৬৮.৯৮ মিটার থ্রো করে জিতে নেন সোনা। জার্মানির ক্রিস্টিন পুডেনজ পান রুপো। ৬৬.৮৬ মিটার থ্রো করেছিলেন তিনি। ব্রোঞ্জ আসে কিউবার ইয়ামি পেরেজের। তাঁর থ্রো ৬৫.৭২ মিটার অতিক্রম করেছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.