বর্ষবরণের সন্ধ্যায় শেফের ভূমিকায় সচিন
তিনি জানালেন খাবার ও সুচিকিত্সা যাতে দেশের সব মানুষ পায় তার জন্য তিনি সংসদে লড়াই চালাবেন। আসলে 'হেলদি অ্যান্ড ফিট ইন্ডিয়া' গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদন: শেফের ভূমিকায় সচিন তেন্ডুলকর। বর্ষবরণের জন্য মাস্টার ব্লাস্টার নিমন্ত্রণ করেছিলেন প্রিয় বন্ধুদের। জিভে জল আনা সব সুস্বাদু খাবার বানিয়েছিলেন। না, কোনও শেফ বাড়িতে এনে নয়। নিজে বানিয়েছিলেন এইসব খাবার।
It was a pleasure to cook for my friends on New Year’s Eve. I am glad all of them enjoyed and are still licking their fingers
Hope you all had a great New Year's Eve as well. Wishing you all a fantastic 2018. Stay blessed always. pic.twitter.com/aOPVJUscx4— sachin tendulkar (@sachin_rt) January 2, 2018
বছর কুড়ি আগে অজয় জাদেজার বাড়িতে বেগুনের ভর্তা বানিয়েছিলেন সচিন। খাইয়েছিলেন গোটা ভারতীয় দলকে। এবারও বর্ষবরণ উপলক্ষে পরিবারের সদস্য এবং বন্ধুদের নিজের হাতে তৈরি খাবার খাইয়ে তৃপ্ত সচিন। আসলে সবাই যখন খেয়ে হাত চাটছিলেন তখন সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন মাস্টার ব্লাস্টার। এখানেই শেষ নয় নতুন বছরে নতুন শপথও নিলেন সচিন। তিনি জানালেন খাবার ও সুচিকিত্সা যাতে দেশের সব মানুষ পায় তার জন্য তিনি সংসদে লড়াই চালাবেন। আসলে 'হেলদি অ্যান্ড ফিট ইন্ডিয়া' গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
আরও পড়ুন- নতুন বছরের উপহার, বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল