এখনই অবসর নয়, জানিয়ে দিলেন সচিন নিজেই
এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। শনিবার দুপুরে রটে, সচিন শততম শতরান পেয়ে গেলেই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সচিন এসএমএস মারফত জানিয়ে দেন খবরটা ভিত্তিহীন।
এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। শনিবার দুপুরে রটে, সচিন শততম শতরান পেয়ে গেলেই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সচিন এসএমএস মারফত জানিয়ে দেন খবরটা ভিত্তিহীন।
শততম শতরান পেয়ে গেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। এমন জল্পনাই জল ঢেলে দিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। এসএমএসে জানিয়ে দিলেন খবরটা পুরোপুরি ভিত্তিহীন। শনিবার দুপুরে রটে যায় শততম শতরান পেয়ে গেলে সচিন এশিয়া কাপের পরই অবসর নিতে পারেন। এমনই নাকি খবর মিলেছে বিসিসিআই সূত্রে। খবরটি পাওয়ার পরই সচিনকে এসএমএস করা হয়। উত্তরে সচিন তেন্ডুলকর জানিয়ে দেন, "নো ট্রুথ ইন ইট অ্যাট অল।"