প্রথম ইনিংস-এও অধরা সচিন সেঞ্চুরি
মেলবোর্নের প্রথম ইনিংসেও অধরা সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে সিডলের বলে ৭৩ রানে আউট হন মাস্টার ব্লাস্টার।
মেলবোর্নের প্রথম ইনিংসেও অধরা সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে সিডলের বলে ৭৩ রানে আউট হন মাস্টার ব্লাস্টার। দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় ফাস্ট বোলারদের দাপটে অস্ট্রেলিয়া বাকি চার উইকেট হারায় ৫৬ রানে। জাহির পান চার উইকেট।
শেষদিকে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন একমাত্র পিটার সিডল। ৪১ রানে আউট হন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন রানে গম্ভীরকে প্যাভিলিয়নে ফেরান হিলফেনহস। এরপর শুরু সেওয়াগের ব্যাটিং দাপট।তিরাশি বলে দুরন্ত ৬৭ রান করে ভারতকে শক্ত ভিতে উপর দাঁড় করিয়ে প্যাটিনসনের বলে বোল্ড হন সেওয়াগ।
সাতানব্বই রানে দুই উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন অভিজ্ঞ দ্রাবিড়-সচিন জুটি। দ্রাবিড় আটষট্টি রানে নট আউট থাকলও, মেলবোর্নে আশা জাগিয়েও সেঞ্চুরি পেতে ব্যর্থ সচিন। দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেট ২১৪।