চ্যালেঞ্জ নিতে তৈরি 'ক্রিকেট ঈশ্বর', আপনি তৈরি তো?

"শেন ওয়ার্নের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত, আপনি তৈরি তো?" অল স্টার টি-টোয়েন্টির আগে নিজেকে এভাবেই 'চাঙ্গা' করছেন ক্রিকেটের ঈশ্বর ''স্যার'' সচিন রমেশ তেন্ডুলকর। জোর কদমে চলছে প্র্যাকটিসও। খেলা থেকে অবসর নিয়েছেন ২০১৩ সালের নভেম্বর মাসে। ২২ গজকে প্রণাম করে যখন ফিরছিলেন, চোখে বৃষ্টি হয়েছিল ক্রিকেটের ভগবানেরও। উঠে দাঁড়িয়ে ছিল গোটা ওয়াংখেড়ে। ক্রিকেট ঈশ্বর নিজের ক্রিকেট জীবনকে বিদায় জানিয়েছিলেন যে  শব্দটা বলে, সেটা ছিল, "গুড বাই"। ভগবানেরও বিদায় হয় নাকি। না, হয় না। তাই তো মাত্র ৭৩০টা দিন পরেই মাঠে ফিরছেন সচিন। 'চললাম' বললেই কি চলে যাওয়া যায়? না, যায় না। মাস্টার আবারও ব্যাট ধরবেন। চার ছক্কা হই হই হবেই... 

Updated By: Nov 4, 2015, 01:31 PM IST
চ্যালেঞ্জ নিতে তৈরি 'ক্রিকেট ঈশ্বর', আপনি তৈরি তো?

ওয়েব ডেস্ক: "শেন ওয়ার্নের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত, আপনি তৈরি তো?" অল স্টার টি-টোয়েন্টির আগে নিজেকে এভাবেই 'চাঙ্গা' করছেন ক্রিকেটের ঈশ্বর ''স্যার'' সচিন রমেশ তেন্ডুলকর। জোর কদমে চলছে প্র্যাকটিসও। খেলা থেকে অবসর নিয়েছেন ২০১৩ সালের নভেম্বর মাসে। ২২ গজকে প্রণাম করে যখন ফিরছিলেন, চোখে বৃষ্টি হয়েছিল ক্রিকেটের ভগবানেরও। উঠে দাঁড়িয়ে ছিল গোটা ওয়াংখেড়ে। ক্রিকেট ঈশ্বর নিজের ক্রিকেট জীবনকে বিদায় জানিয়েছিলেন যে  শব্দটা বলে, সেটা ছিল, "গুড বাই"। ভগবানেরও বিদায় হয় নাকি। না, হয় না। তাই তো মাত্র ৭৩০টা দিন পরেই মাঠে ফিরছেন সচিন। 'চললাম' বললেই কি চলে যাওয়া যায়? না, যায় না। মাস্টার আবারও ব্যাট ধরবেন। চার ছক্কা হই হই হবেই... 

 

ওয়াংখেড়ের সচিন সচিন উন্মাদনা এখন নিউইয়র্কেও। তবে সবুজ ঘাসের ২২ গজ নয়। একেবারে বিচ ক্রিকেট। স্যার ভিভিয়ান রিচার্ডসরা যে ভাবে ক্রিকেটকে আগ্রাসনের রূপ দিয়েছিলেন, ''স্যার'' সচিনও কি সেই পথেই? 

 

.