ফেডেরার জিতে চলেছেন, সানিয়ারা এগোলেন

নিজের ষষ্ঠ ইউএস ওপেন খেতাবের দিকে আরও একধাপ এগোলেন রজার ফেডেরার। স্পেনের তারকা খেলোয়াড় ফার্নান্দো ভার্দাস্কোকে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন ফেডেরার। অন্যদিকে মহিলাদের ডাবলসে তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা।

Updated By: Sep 2, 2012, 02:12 PM IST

নিজের ষষ্ঠ ইউএস ওপেন খেতাবের দিকে আরও একধাপ এগোলেন রজার ফেডেরার। রাফায়েল নাদালের দেশ স্পেনের তারকা খেলোয়াড় ফার্নান্দো ভার্দাস্কোকে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন ফেডেরার। তবে সুইস কিংবদন্তিকে শুধু তাঁর প্রতিপক্ষকে নয় হারাতে হল নিউ ইয়র্কের অসহ্য গরম আর ক্লান্তিকেও। অবশ্য তৃতীয় রাউন্ডে এদিনের ম্যাচে ফেডেরার-এর খেলা দেখে মনেই হয়নি তিনি ক্লান্ত বা তাঁর বয়স ৩০ পেড়িয়ে গেছে। এক সময় বিশ্বের সাত নম্বর ভার্দাস্কোর বিরুদ্ধে ৬-৩, ৬-৪, ৬-৪ যে কায়দায় জিতলেন ফেডেরার, তাতে বোঝাই যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিততে তিনি কতটা মরিয়া।
এ দিকে ফেডেরার-এর সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ অ্যান্ডি মারেও প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে লন্ডন অলিম্পিকের সোনাজয়ী মারেকে এদিনও বেশ কষ্ট করে জিততে হল। একটা সেট খুইয়ে স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিরুদ্ধে স্কটিশ মারে জিতলেন ৭-৬, ৭-৬, ৪-৬, ৭-৬। সিঙ্গলসে এশিয়ার শেষ আশা জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন দ্বাদশ বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ।
মহিলাদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস, আনা ইভানোভিচ, রোদোনাস্কা, অ্যাঞ্জেলিক কার্বার, রবোর্তো ভিনচি, সারা এরানি।

অন্যদিকে মহিলাদের ডাবলসে তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা।ত্রয়োদশ বাছাই সানিয়া-বেথানি জুটি ৬-৪, ৬-২ জিতলেন দারিজা জুরাক-কাতালিন মারোসির বিরুদ্ধে।

.