নেইমারহীন ব্রাজিল হেলায় হারাল রাশিয়াকে
রাশিয়ার বিরুদ্ধে শুরুতে ছন্দহীন ব্রাজিল দ্রুত ছন্দে ফিরলেও খেলার প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে পাওয়া গেল উইলিয়ান, কুটিনহোদের।
নিজস্ব প্রতিবেদন: নেইমার নেই তো কি হয়েছে! কুটিনহো, পাওলিনহোরা তো রয়েছেন। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পর, এবার প্রস্তুতি পর্বেও দুরন্ত ছন্দে ব্রাজিল। আয়োজক রাশিয়াকে ৩-০ গোলে হারাল সেলেকাওরা।
Mais imagens da vitória da #SeleçãoBrasileira contra a Rússia! Quem foi o melhor em campo? Diz aí nos comentários! 3 0 #GigantesPorNatureza #WorldCup
Fotos: Lucas Figueiredo/CBF pic.twitter.com/VbSMBW7hUE
— CBF Futebol (@CBF_Futebol) March 23, 2018
শুক্রবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে শুরুতে ছন্দহীন ব্রাজিল দ্রুত ছন্দে ফিরলেও খেলার প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে পাওয়া গেল উইলিয়ান, কুটিনহোদের। ৫৩ মিনিটে উইলিয়ানের ক্রসে থিয়াগো সিলভার হেড বাঁচান রুশ গোলরক্ষক। কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি। আলতো শটে মিরান্ডার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
Hora de rever os gols da #SeleçãoBrasileira contra a Rússia! Para começar, a jogada que abriu os caminhos da vitória. Miranda aproveita rebote e faz 1 a 0. #GigantesPorNatureza #WorldCup pic.twitter.com/W4N4wh0dhn
— CBF Futebol (@CBF_Futebol) March 23, 2018
৬২ মিনিটে স্পটকিক থেকে ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুন করেন ফিলিপে কুটিনহো। বক্সে পাওলিনহোকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল।
No segundo gol da #SeleçãoBrasileira, Philippe Coutinho cobrou pênalti com muita categoria! #GigantesPorNatureza #WorldCup pic.twitter.com/x4uqckbB74
— CBF Futebol (@CBF_Futebol) March 23, 2018
৪ মিনিট পরেই উইলিয়ানের ক্রসে হেডে স্কোরলাইন ৩-০ করেন সেই পাওলিনহো।
E essa jogadaça do Willian no terceiro gol da #SeleçãoBrasileira? Paulinho, como sempre, aparecendo para balançar as redes! #GigantesPorNatureza #WorldCup pic.twitter.com/4VJN1AYLTq
— CBF Futebol (@CBF_Futebol) March 23, 2018
এই নিয়ে টানা ৮ ম্যাচে অপরাজিত তিতের ব্রাজিল। মঙ্গলবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। রাশিয়া খেলবে ফ্রান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন- ইতালিকে হারাল মেসিহীন আর্জেন্টিনা