CWG 2022: ৭২ বছর বয়সে সোনা! হুইলচেয়ার থেকে মাঠে, এভাবেও ফিরে আসা যায়

চলতি কমনওয়েলথে অন্যতম বয়স্ক অ্যাথলিট রোজমেরি। তাঁর সৌজন্যে স্কটল্যান্ড বার্মিংহ্যামে পেয়েছে চতুর্থ সোনা। ম্যাচের পর রোজমেরি বলেন, "অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সত্যি বলতে আমরা দু'জনেই ভাল খেলেছি। আমরা জানতাম যে, পারবই। কিন্তু রাউন্ড-রবিনে পারফর্ম করতে পারেনি। কিন্তু দরকারে জ্বলে উঠতে পেরেছি।"      

Updated By: Aug 4, 2022, 07:44 PM IST
CWG 2022: ৭২ বছর বয়সে সোনা! হুইলচেয়ার থেকে মাঠে, এভাবেও ফিরে আসা যায়
জয়ের পরে উচ্ছ্বাস রোজমেরি লেন্টনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কটল্যান্ডের রোজমেরি লেন্টনকে (Rosemary Lenton) কুর্নিশ জানাচ্ছে ক্রীড়াবিশ্ব। ৭২ বছর বয়সে কমনওয়েলথে (Commonwealth Games 2022) সোনা জিতে চমকে দিয়েছেন স্কটিশ 'তরুণী'। বার্মিংহ্যামে লন বোলসের প্যারা উইমেন ইভেন্টে রোজমেরি জুটি বেঁধেছিলেন পলিন উইলসনের (Pauline Wilson) সঙ্গে। গত বুধবার ফাইনালে রোজমেরি-পলিন ১৭-৫ ব্যবধানে হারিয়ে দেন অজি জুটি শেরিল লিন্ডফিল্ড (Cheryl Lindfield) ও সেরেনা বোনেল (Serena Bonnell)। চলতি কমনওয়েলথে অন্যতম বয়স্ক অ্যাথলিট রোজমেরি। তাঁর সৌজন্যে স্কটল্যান্ড বার্মিংহ্যামে পেয়েছে চতুর্থ সোনা। এই জয়ের পর অত্যন্ত উচ্ছ্বসিত রোজমেরি।

চলতি কমনওয়েলথে অন্যতম বয়স্ক অ্যাথলিট রোজমেরি। তাঁর সৌজন্যে স্কটল্যান্ড বার্মিংহ্যামে পেয়েছে চতুর্থ সোনা। ম্যাচের পর রোজমেরি বলেন, "অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সত্যি বলতে আমরা দু'জনেই ভাল খেলেছি। আমরা জানতাম যে, পারবই। কিন্তু রাউন্ড-রবিনে পারফর্ম করতে পারেনি। কিন্তু দরকারে জ্বলে উঠতে পেরেছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার।"প্রায় দুই দশক আগে রোজমেরি চোট পেয়েছিলেন। জীবন হুইলচেয়ারে আটকে গিয়েছিল তাঁর। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ন'বার অংশ নেন হুইলচেয়ারে ভর করেই। রোজমেরির কাছে কমনওয়েলথ অলিম্পিক্সের মতোই। তাঁর বক্তব্য, "প্রথমবার প্যারা-বোলসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি ভেবেছিলাম আমি কখনও কমনওয়েলথের অংশ হতে পারব না। হলেও দর্শক হিসাবে। এটাই আমাদের অলিম্পিক্স। এর চেয়ে বেশি উঁচুতে যেতে পারব না।"

আরও পড়ুন: East Bengal, Stephen Constantine : চেনা কনস্টানটাইনকে ঘিরে বিমানবন্দরে লাল-হলুদ আবেগ

এই মুহূর্তে কমনওয়েলথে ভারতের ১৮টি পদক। ৫টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ ভারতের। 

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত ভারতের কমনওয়েলথ যাত্রা

১) সঙ্কেত সরগর পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো
২) গুরুরাজা পূজারি পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ
৩) মীরাবাই চানু মহিলদারে ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা
৪) বিন্দিয়ারানি দেবী মহিলাদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো 
৫) জেরেমি লালরিননুঙ্গা পুরুষদের ভারোত্তোলনের ৬৭ কেজি বিভাগে সোনা
৬) অচিন্ত্য শিউলি পুরুষদের ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা
৭) জুডোকা সুশীলা দেবী মহিলাদের ৪৮ কেজি বিভাগে রুপো
৮) জুডোকা বিজয় কুমার যাদব ছেলেদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ
৯) হরজিন্দর কউর মহিলাদের ভারোত্তোলনের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ
১০) লন বোলসে দেশের মহিলাদের ঐতিহাসিক সোনা
১১) বিকাশ ঠাকুর পুরুষদের ভারোত্তোলনের ৯৬ কেজি বিভাগে রুপো
১২) ছেলেদের পুরুষ টেবিল টেনিস দলের সোনা
১৩) মিশ্র দলের ব্যাডমিন্টনে রুপো
১৪) লভপ্রীত সিং পুরুষদের ভারোত্তোলনের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ
১৫) সৌরভ ঘোষাল ছেলেদের সিঙ্গলসে স্কোয়াশে ব্রোঞ্জ
১৬) জুডোকা তুলিকা মান মহিলাদের ৭৮ কেজি বিভাগে রুপো
১৭) জুডোকা গুরদীপ সিং ছেলেদের  ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ
১৮) তেজস্বীন শঙ্কর পুরুষদের হাই জাম্পে ব্রোজ্ঞ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.