ছোট রোনাল্ডোর বড় নজির

লা লিগার ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে শততম গোল করার নজির গড়লেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো আর বেনজামার জোড়া গোলের সৌজন্যে রিয়াল সোসিয়াদাদকে ৫-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ছয়ের দশকে ১০৫ ম্যাচ খেলে ১০০ গোল করেছিলেন কিংবদন্তি ফুটবলার পুসকাস। মাত্র ৯২ ম্যাচে শততম গোল করে সেই নজির ভেঙে দিলেন রোনাল্ডো।

Updated By: Mar 25, 2012, 04:16 PM IST

লা লিগার ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে শততম গোল করার নজির গড়লেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো আর বেনজামার জোড়া গোলের সৌজন্যে রিয়াল সোসিয়াদাদকে ৫-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ছয়ের দশকে ১০৫ ম্যাচ খেলে ১০০ গোল করেছিলেন কিংবদন্তি ফুটবলার পুসকাস। মাত্র ৯২ ম্যাচে শততম গোল করে সেই নজির ভেঙে দিলেন রোনাল্ডো।
নির্বাসিত হওয়ায় রিয়াল রিজার্ভ বেঞ্চে ছিলেন না কোচ মোরিনহো। সাসপেনশনের কারণে খেলতে পারেননি ডিফেন্ডার পেপে আর মেসুট ওজিল। তাসত্বেও খেলার ছয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েন। ৩২ মিনিটে কাকার পাস থেকে রিয়ালের ব্যাবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। বিরতির ঠিক আগে বেনজামার দুরন্ত গোল ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় রিয়ালকে।
দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে জোড়া গোলের ফলে লা লিগায় রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৩৫। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসির সঙ্গে একই সারিতে রয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। এই জয়ের ফলে লা লিগার চ্যাম্পিয়নশিপের দৌড়ে বার্সেলোনার থেকে ৬ পয়েন্টে এগিয়ে থাকল রিয়াল মাদ্রিদ।

.