ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনাল্ডোর সঙ্গে দৌড়ে লেওয়ানডস্কি

২০১৯-২০ মরসুমে অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 25, 2020, 08:22 PM IST
ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনাল্ডোর সঙ্গে দৌড়ে লেওয়ানডস্কি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: বায়ার্ন মিউনিখের ত্রিমুকুট জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির। ২০২০ সালের 'দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার' পুরস্কারের জন্য মনোনীত হলেন পোলিশ স্ট্রাইকার। তাঁর সঙ্গে পুরস্কারের দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার।

২০১৯-২০ মরসুমে অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির। ইউরোপ সেরার আসরে ১৫ গোল আর বুন্দেশলিগায় ৩৪ গোল, ২০১৯-২০ মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৫৫ গোল করা লেওয়ানডস্কি ফিফার বেস্ট পুরস্কার অর্থাৎ বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত হলেন।

 

দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার পুরস্কারের জন্য বুধবার ১১ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন-
রবার্ট লেভানডস্কি
লিওনেল মেসি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নেইমার
থিয়াগো আলকান্তারা
কেভিন ডি ব্রুইন
সাদিও মানে
কিলিয়ান এমবাপে
সের্জিও রামোস
মহম্মদ সালাহ
ভার্জিল ভ্যান ডিক

৯ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ভক্তরা। বেছে নিতে পারবেন বর্ষসেরা ফুটবলার কে?

 

আরও পড়ুন - হোটেল রুমে নেট প্র্যাকটিস রাহানের! মজা করতে ছাড়লেন না ধাওয়ান

.