Cristiano Ronaldo: বিশ্বকাপের প্লে অফে নামতে উন্মুখ Ronaldo, কী বললেন সোশ্যাল মিডিয়ায়?
ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) স্ট্রাইকারের দেশ প্রথমে তুরস্কের (Turkey) মুখোমুখি হবে বৃহস্পতিবার, এবং এই ম্যাচের জয়ী দেশ ২৯ মার্চ ইতালি (Italy) বা উত্তর ম্যাসেডোনিয়ার (North Macedonia) সঙ্গে লড়াই করবে।
নিজস্ব প্রতিবেদন: পর্তুগাল (Portugal) ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo) সোমবার লিসবনের (Lisbon) ওইরাসে (Oeiras) জাতীয় দলের ক্যাম্পে তার সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। পর্তুগাল ২০২২ সালের কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) তাদের জায়গার পাকা করার জন্য বিশ্বকাপের প্লে-অফে লড়াইয়ে নামতে প্রস্তুত।
ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) স্ট্রাইকারের দেশ প্রথমে তুরস্কের (Turkey) মুখোমুখি হবে বৃহস্পতিবার, এবং এই ম্যাচের জয়ী দেশ ২৯ মার্চ ইতালি (Italy) বা উত্তর ম্যাসেডোনিয়ার (North Macedonia) সঙ্গে লড়াই করবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচের বিষয়ে উত্তেজিত এবং বিশ্বকাপের আসরে পরে থাকা একটি মাত্র আসনের জন্য এই চারটি দলের সঙ্গে লড়াই করতে প্রস্তুত।
Cristiano Ronaldo hat-tricks
A masterclass vs Switzerland in the #NationsLeague@Cristiano | @selecaoportugal pic.twitter.com/OqDNA8z0hM
— UEFA EURO 2024 (@EURO2024) March 15, 2022
পাঁচবারের ব্যালন ডি'অর (Ballon d'Or) জয়ি তারকা ইতিমধ্যেই বিশ্বকে দেখিয়েছেন বিশ্বকাপে তিনি কী করতে সক্ষম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স ৩৭ বছর। স্বাভাবিকভাবেই তিনি তার অসাধারণ ক্যারিয়ারের শেষের দিকে পৌঁছে গেছেন। এই বিশ্বকাপই সম্ভবত তার শেষ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)। এই বিশ্বকাপে প্রতিদ্বন্দিতা করার জন্য উন্মুখ সিআর৭।
রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সবথেকে বেশি গোল করা খেলোয়াড়। তার নামে লেখা রয়েছে ১১৫ গোল। এছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ইউরোপের মানচিত্রে সবথেকে বেশি ম্যাচে খেলা খেলোয়াড়। তিনি মোট ১৮৪ ম্যাচে খেলেছেন।
আরও পড়ুন: PAKvsAUS: ব্যাট করার সময় রেগে হাত-পা নাড়লেন Steve Smith! কিন্তু কেন? ভিডিও ভাইরাল
ইন্সটাগ্রামে নিজের অনুশীলনের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, "২০২২ বিশ্বকাপে পুরো ফোকাস। পর্তুগালের প্রতিনিধিত্ব করার জন্য বরাবরের মতোই গর্বিত। আমরা জানি যে পথটি সহজ হবে না, আমরা যে প্রতিপক্ষের মুখোমুখি হব এবং যারা আমাদের মতো একই লক্ষ্যে রয়েছে তাদের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা রয়েছে। কিন্তু একসঙ্গে , আমরা পর্তুগালকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে লড়াই করব।"
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)