Rohit Sharma: অনন্য মাইলস্টোনের সামনে 'হিটম্যান'! স্পর্শ করতে পারেন কোহলিকে

অনন্য টি-২০ রেকর্ডের দোরগোড়ায় রোহিত শর্মা (Rohit Sharma)

Updated By: Apr 9, 2022, 05:11 PM IST
Rohit Sharma: অনন্য মাইলস্টোনের সামনে 'হিটম্যান'! স্পর্শ করতে পারেন কোহলিকে
অনন্য রেকর্ডের সামনে রোহিত

নিজস্ব প্রতিবেদন: বিরাট টি-২০ মাইলস্টোনের সামনে রোহিত শর্মা (Rohit Sharma)। আর মাত্র ৫১ রান করতে পারলেই বিশ্ববন্দিত ওপেনার টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করবেন। শনিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) (Mumbai Indians)। 

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রোহিত চাইবেন হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে। পাশাপাশি তাঁর চোখ থাকবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দশহাজারি হওয়ার দিকেও। রোহিত এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৩১৩ রান, আইপিএল-এ ৫৬৬৫ রান এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৬১ রান করেছেন। ফলে এই ফরম্যাটে এখনও পর্যন্ত ৯৯৪৯ রান করেছেন তিনি। ফলে ১০,০০০ রান পূর্ণ করতে তাঁকে আর ৫১ রান করতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে বিরাট আইপিএল-এর মঞ্চে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন। কোহলির ঝুলিতে এখন ১০৩৩১ রান। রোহিত বিশ্বের সপ্তম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,০০০ রান করতে চলেছেন। রোহিতের আগে রয়েছেন, ক্রিস গেইল (১৪,৫৬২), শোয়েব মালিক (১১,৬৯৮), কায়রন পোলার্ড (১১,৪৩০), অ্যারন ফিঞ্চ (১০,৪৪৪), বিরাট (১০,৩৩১) এবং ডেভিড ওয়ার্নার (১০,৩০৮)। শুধু রানের দিক থেকেই নয়। আর মাত্র পাঁচটি চার মারলেই আইপিএল-এ মোট ৫০০ বাউন্ডারির মালিক হবেন রোহিত। এছাড়া আর মাত্র ১টি চার মারলেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৪০০ বাউন্ডারি হাঁকানোর নজির গড়বেন 'হিটম্যান'। 

আরও পড়ুন: IPL 2022: Ravindra Jadeja চলে এলেন MS Dhoni-Suresh Raina-র এলিট ক্লাবে

আরও পড়ুনYuzvendra Chahal-Ravi Shastri: 'অভিযুক্তকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে দ্রুত রিহ্যাবে পাঠানো হোক'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.