Rohit Sharma | World Cup 2023: 'বিরাটকে নিয়ে আমার কিছু বলার নেই', আচমকাই কেন এমন বললেন অধিনায়ক!

Rohit Sharma On Indias Win: টানা পাঁচ ম্য়াচ জেতার পর অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ভারত। ম্য়াচের পর রোহিত কথা বললেন দলের পারফরম্যান্স নিয়ে।  

Updated By: Oct 22, 2023, 11:43 PM IST
Rohit Sharma | World Cup 2023: 'বিরাটকে নিয়ে আমার কিছু বলার নেই', আচমকাই কেন এমন বললেন অধিনায়ক!
রোহিত কথা বললেন বিরাটকে নিয়ে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচে পাচ! চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। আর কিউয়ি কাঁটায় বিদ্ধ হল না ভারত। ধরমশালায় একেবারে কাঁটা দিয়ে কাঁটা তুলে নিল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। রবির দুপুরে নিউ জিল্যান্ড ৫০ ওভারে ২৭৩ রান তুলেছিল নির্ধারিত ওভারে। জবাবে দুই ওভার হাতে রেখে চার উইকেটে ম্য়াচ জিতে নিল ভারত। টানা পাঁচ ম্য়াচ জিতে, নিউজিল্যান্ডকে সরিয়ে, পয়েন্ট টেবলের মগডালে চলে গেল নীল জার্সিধারীরা। টানা পাঁচ ম্য়াচ জিতে ভারত যে শেষ চারের রাস্তা পাকা করে ফেলল, তা আর বলার অপেক্ষা রাখে না। ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। জয়ের পর অধিনায়ক রোহিত কথা বলেছেন ভারতের সার্বিক পারফরম্যান্স নিয়ে।

আরও পড়ুন: Mohammed Shami | World Cup 2023: সাইডলাইন থেকে ফাইফারে ফেরা! সেরা যোদ্ধা বলে দিলেন বড় কথা

টানা পাঁচ ম্য়াচ জয়ের প্রসঙ্গে রোহিত: টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে, তবে কাজ এখনও অর্ধেক বাকি। 

দলে ফিরেই ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে শামি একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। শামিকে নিয়ে রোহিতের বক্তব্য: শামি দু'হাত বাড়িয়ে সুযোগটা নিয়েছে। ওর যেরকম ক্লাস, তেমনই প্রচুর অভিজ্ঞতা। পরিবেশের দারুণ ব্য়বহার করেছে। 

শুভমন এবং নিজের খেলার ব্যাপারে রোহিত: ম্যাচের একটা পর্যায়ে নিউজিল্যান্ড ভালো পার্টনারশিপ গড়ে দিয়েছিল। আবার শিশির এল। তবে ব্যাক এন্ডে আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। শুভমন এবং আমি একে অপরকে বুঝি। তবে বড় রান করতে পারিনি। এই জয়ে আমি খুশি।

বিরাটের  ১০৪ বলে ৯৫ রানের প্রসঙ্গে রোহিত: বিরাটকে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা তাকে এত বছর ধরে ঠিক এটাই করে আসতে দেখছি। ও নিজেকে এই কাজটার জন্যই চালনা করে। শেষের দিকে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিলাম ঠিকই, কিন্তু কোহলি এবং জাদেজা আমাদের ম্যাচটা বার করে দিল। 

ধরমশালায় খারাপ ফিল্ডিংয়ের প্রসঙ্গে রোহিত: ফিল্ডিং এমন একটা জায়গা, যেটা নিয়ে আমরা গর্ব বোধ করি। তবে আজ ক্লিনিক্যাল ছিল না। বেশ কয়েকটি ক্যাচ ফেলেছি আমরা। তবে জাদেজা এই খেলার সেরা। বাকিরাও ভালো।

পাঁচ ভিন ভেন্য়ুত পাঁচ ম্য়াচ খেলার প্রসঙ্গে রোহিত: আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে এবং খেলতে ভালোবাসি। এখনও পর্যন্ত আমরা হতাশ হইনি এবং আমরা দর্শককেও হতাশ করিনি। 

আরও পড়ুন: IND vs NZ | World Cup 2023: ধরমশালার কুয়াশা কাটল কোহলি-জাদেজার রোশনাইয়ে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.