Rohit Sharma | WI vs IND: মাত্র কয়েক'টি রানেই হবে অবিশ্বাস্য মাইলস্টোন! ইতিহাসের দরজায় দাঁড়িয়ে 'হিটম্যান'
Rohit Sharma On Brink Of History IND vs WI 1st ODI: রোহিত শর্মা ফের এক মাইলস্টোন লেখার অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ম্যাচ পাবেন তিনি সেই ইতিহাস লেখার জন্য। বাইশ গজে ভারত অধিনায়কের নাম লেখা হবে সোনার হরফে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। তবে লাল বলের ক্রিকেট এখন অতীত। এবার লড়াই পঞ্চাশ ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুভারম্ভ আজ অর্থাৎ বৃহস্পতিবার। আর এই ম্যাচেই মাইলস্টোন তৈরি করতে পারেন রোহিত। দরকার ১৭৫ রান। ইতিহাসের দরজায় দাঁড়িয়ে 'হিটম্যান। রোহিতের সামনে সুযোগ রয়েছে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতো কিংবদন্তিদের ছাপিয়ে যাওয়ার।
বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ। রোহিত এই ম্যাচে ১৭৫ রান করতে পারলেই দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্য়াটে পূর্ণ করবেন ১০ হাজার রান। রোহিত দেশের জার্সিতে ২৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৩৬ ইনিংসে ভারত অধিনায়ক এখনও পর্যন্ত করেছেন ৯৮২৫ রান। কোহলি ২০৫ ইনিংসে দশহাজারি হয়েছিলেন। রোহিতের সেই রেকর্ড ভাঙা সম্ভব নয় আর। তবে রোহতি বাইশ গজের ছয় মহারথীকে টপকে ইতিহাস লিখতে চলেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান করা ব্যাটারদের তালিকায় মুম্বইকর চলে আসবেন দুয়ে!
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান করেছেন যাঁরা:
বিরাট কোহলি: ২০৫ (ইনিংস)
সচিন তেন্ডুলকর: ২৫৯ (ইনিংস)
সৌরভ গঙ্গোপাধ্যায়: ২৬৩ (ইনিংস)
রিকি পন্টিং: ২৬৬ (ইনিংস)
জ্যাক কালিস: ২৭২ (ইনিংস)
এমএস ধোনি: ২৭৩ (ইনিংস)
রাহুল দ্রাবিড়: ২৮৭ (ইনিংস)
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিত ছিলেন দারুণ ছন্দে। ডমিনিকা টেস্টে রোহিত প্রথম ইনিংসে করেছিলেন ১০৩ রান। এরপর ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ৮০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে রোহিত করেন ৫৭। দারুণ ছন্দে ছিলেন 'হিটম্যান'। ত্রিনিদাদ টেস্টের চতুর্থ দিনেই ইতিহাস লিখেছেন ভারত অধিনায়ক। তিনি যা করলেন অতীতে আর কোনও ব্য়াটার করতে পারেননি। রোহিত পরপর ৩০ টেস্ট ইনিংসে দুই অঙ্কের রান করলেন। অতীতে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের। পরপর ২৯ টেস্ট ইনিংসে মাহেলা দুই অঙ্কের রান করেছিলেন। দেখে নেওয়া যাক শেষ ৩০ টেস্ট ইনিংসে রোহিতের রান: ১২, ১৬১, ২৬, ৬৬, ২৫, ৪৯, ৩৪, ৩০, ৩৬, ১২*, ৮৩, ২১, ১৯, ৫৯, ১১, ১২৭, ২৯, ১৫, ৪৬, ১২০, ৩২, ৩১, ১২, ১২, ৩৫, ৪৩, ১০৩, ৮০ ও ৫৭। রোহিত সাদা বলের ক্রিকেটে কী ধ্বংসলীলা চালাতে পারেন, তা বাইশ গজ জানে। ঝুলিতে আছে ৩০টি শতরান ও ৪৮টি অর্ধ-শতরান। তবে শেষ কয়েক বছরে রোহিত লাল বলের ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন।
আরও পড়ুন: MS Dhoni: এবার অভিনেতা ধোনির অভিষেক! চরিত্র বেছেই আপডেটের ছক্কা প্রযোজক সাক্ষীর