Rohit Sharma | ICC ODI World Cup 2023: '১২ বছর আগে...'! বিশ্বযুদ্ধের আগে রোহিতের মুখ বদলের কথা

Rohit Sharma expects highly competitive World Cup 2023: বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই মুখ খুললেন রোহিত। ফ্যানদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে, এবার কী দেখতে চলেছেন তাঁরা। রোহিত জানিয়েছেন অক্টোবর-নভেম্বরে সেরা ক্রিকেটই দেখবে।  

Updated By: Jun 27, 2023, 08:21 PM IST
 Rohit Sharma | ICC ODI World Cup 2023: '১২ বছর আগে...'! বিশ্বযুদ্ধের আগে রোহিতের মুখ বদলের কথা
বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই রোহিতের মুখে অন্য কথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রফির বিচারে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়কের নাম এমএস ধোনি (MS Dhoni)। যা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না কারোরই, ধোনিপন্থী হোক বা ধোনি বিরোধী। এই সত্যি গ্রহণ করতেই হবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো থেকে ধোনির সোনার দৌড় শুরু হয়। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। আর এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও ভারতের কোনও অধিনায়কই দেশকেআইসিসি ট্রফি জেতাতে পারেননি। বিরাট কোহলির (Virat Kohli) পর, টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হন রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত থেমেছিল শেষ চারে। সদ্যসমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে ভারত হারে। ব্যাক-টু-ব্যাক আইসিসি ইভেন্টে রোহিতের টিম মুখ থুবড়ে পড়েছে। তবে এবার রোহিতদের সামনে সুবর্ণ সুযোগ। ঘরের মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ (World Cup 2023)। মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে আইসিসি। আর তারপরেই রোহিত কথা বললেন আইসিসি-র শো পিস ইভেন্ট নিয়ে। ঘটনাচক্রে রোহিত ২০১১ বিশ্বকাপে সুযোগ পাননি। এবার তাঁর সামনে ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ

রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে। ১২ বছর আগে ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল। আমি জানি গোটা দেশ আমাদের মাঠে নামার জন্য মুখিয়ে আছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবারের বিশ্বকাপ। কারণ খেলাটাই অনেক দ্রুত হয়ে গিয়েছে। দলগুলি আগের চেয়ে আরও বেশি ইতিবাচক ভাবে খেলছে। বিশ্বব্যাপী ফ্যানদের এখনই বলে দেওয়া যায় যে, প্রচুর রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে অক্টোবর-নভেম্বরে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।'

আরও পড়ুন: MS Dhoni | World Cup 2011: ক্যাপ্টেন কুলের কুসংস্কার; কাপযুদ্ধে একই খাবার খেয়েছেন রোজ, ফাঁস করলেন বীরু

রোহিত শর্মা অ্যান্ড কোং-এর বিশ্বকাপ সফর শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর থেকে। আইসিসি-র ১০ দলীয় শোপিস ইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। খেলা হবে ১২টি ভেন্যুতে। নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। ১০ দলের মধ্যে একমাত্র ভারতই ন'টি ভিন্ন ভেন্য়ুতে খেলবে। আরও কোনও দল এত বেশি ভেন্যুতে খেলছে না। লিগ পর্যায়ে ভারত ঘুরবে দেশের নয় শহরে। ভারতের জন্য বিষয়টি বেশ চাপেরই হবে। নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, বেঙ্গালুরু ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ভারত। এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার একক ভাবে চলতি বছর বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.