Rohit Sharma, ENG vs IND: পুরানো পার্টনার 'গব্বর'-কে কী বললেন 'হিটম্যান'? জেনে নিন

সচিন-সৌরভ এবং রোহিত-শিখর ওপেনিং জুটি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স (১০২ ইনিংসে ৫১৫০ রান) এবং অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন (১১৪ ইনিংসে ৫৩৭২ রান) জুটির নাম ওডিআই-এ পাঁচ হাজার রানের তালিকায় রয়েছে। চতুর্থ জুটি হিসেবে রোহিত-শিখর এই মাইস্টোন স্পর্শ করলেন।  

Updated By: Jul 12, 2022, 11:31 PM IST
Rohit Sharma, ENG vs IND: পুরানো পার্টনার 'গব্বর'-কে কী বললেন 'হিটম্যান'? জেনে নিন
জুটিতে লুটি। ফের পুরনো মেজাজে রোহিত ও শিখর। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর ছয় রান করলেই সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইলস্টোন স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু তার চেয়ে অনেকটা বেশি রান করলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। সেই সঙ্গে তারা স্পর্শ করলেন সচিন-সৌরভের অনন্য মাইলস্টোন।

একদিনের ইতিহাসে ওপেন করতে নেমে চতুর্থ জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন 'হিটম্যান' ও 'গব্বর'। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৪ রানের পার্টনারশিপ করেছেন। যার ফলে রোহিত-শিখর জুটির মোট সংগ্রহ এখন ১১২ ইনিংসে ৫,১০৮ রান। 

দুই ওপেনারের সৌজন্যে ১০ উইকেটে ওভালে জিতে চলতি একদিনের সিরিজে এগিয়ে গেল ভারত। আর এই জয়ের পরেই পুরনো পার্টনার ধাওয়ানের সঙ্গে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত। পাশাপাশি জানিয়েছেন ব্যাটিং করতে তেমন কোনও সমস্যা হয়নি। রোহিত বলেছেন, "আমি আর ধাওয়ান এক সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। একে অপরের খেলা আমরা ভাল বুঝতে পারি। শুধু প্রথম বলটায় একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে।" 

এ দিন ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। মারলেন ৭টি চার ও ৫টি ছয়। অন্যদিকে ধাওয়ান ছিল শান্ত। এই বাঁহাতি ৫১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। রান পাওয়ায় স্বস্তি পেয়েছেন 'হিটম্যান'। তিনি যোগ করেছেন, "পুল বা হুক এই পরিস্থিতিতে খুবই ঝুঁকিপূর্ণ শট। তবু ওই শটগুলো বেছে নিয়েছিলাম নিজের জন্য। যতক্ষণ এ ভাবে রান আসছে, ততক্ষণ খুশি না হওয়ার কী আছে!" 

সচিন সৌরভের পরেই ভারতের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে রোহিত-শিখর স্পর্শ করলেন ৫ হাজার রানের মাইলস্টোন। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছেন। যে রান এখনও পর্যন্ত কোনও ওপেনিং জুটি স্পর্শ করতে পারেনি। রোহিত-শিখরও এখনও অনেকটাই পিছনে রয়েছেন।

সচিন-সৌরভ এবং রোহিত-শিখর ওপেনিং জুটি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স (১০২ ইনিংসে ৫১৫০ রান) এবং অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন (১১৪ ইনিংসে ৫৩৭২ রান) জুটির নাম ওডিআই-এ পাঁচ হাজার রানের তালিকায় রয়েছে। চতুর্থ জুটি হিসেবে রোহিত-শিখর এই মাইস্টোন স্পর্শ করলেন।

আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: কখন বুঝেছিলেন সাফল্য পাবেন? জানালেন ম্যাচের সেরা বুমরা

আরও পড়ুন: ENG vs IND: মারাত্মক ঘটনা! রোহিতের ছয়ে নাক ফাটল বাচ্চা মেয়ের, ভিডিয়ো ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.