মৃত ‘বন্ধু’কে শতরান উত্সর্গ করলেন রোহিত

ব্রিটিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোহিতের শতরানের (১০০) উপর ভর করেই সহজ জয়ের পথে হেঁটেছে ভারত। সিরিজের সেরা হয়েই সিরিজ নিজেদের পকেটে পুরেছে রোহিতরা। 

Updated By: Jul 10, 2018, 04:22 PM IST
মৃত ‘বন্ধু’কে শতরান উত্সর্গ করলেন রোহিত

নিজস্ব প্রতিবেদন: ব্রিস্টলের ম্যাচ উইনিং শতরান মৃত ‘বন্ধু’ সুদানকে উত্সর্গ করলেন রোহিত শর্মা। সুদান ছিল, বিশ্বের শেষ পুরুষ সাদা গন্ডার। চলতি বছরের মার্চ মাসে কেনিয়ার পেজোতে মারা যায় ৪৫ বছরের এই বিরল প্রাণী। শত চেষ্টা করেও জটিল রোগে আক্রান্ত সুদান-কে বাঁচানো যায়নি। মরণ বেদনা উপশম করতে সুদানের উপর ‘ইউথেনেসিয়া’ ব্যবহৃত হয়েছে। 

আরও পড়ুন- পৃথিবীতে আর জন্মাবে না সাদা গন্ডার!

সুদানের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি রোহিত। বিরলতম সাদা গন্ডার সুদানের মৃত্যুর পর থেকেই নিজের ব্যাটে গন্ডারের স্টিকার সেঁটেছেন ভারতের এই তারকা। এবার সেই বন্ধুর স্মরণেই উত্সর্গ করলেন ব্রিস্টলের স্মরণীয় শতরান।

আরও পড়ুন- টেনিসের রাজা ক্রিকেটেও এক নম্বর

উল্লেখ্য, ব্রিটিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোহিতের শতরানের (১০০) উপর ভর করেই সহজ জয়ের পথে হেঁটেছে ভারত। সিরিজের সেরা হয়েই সিরিজ নিজেদের পকেটে পুরেছে রোহিতরা।   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.