Rohit Sharma: রোহিতই প্রথম করে দেখালেন, এর আগে পারেননি কোনও ভারতীয়!

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রোহিত ২৫০টি ছয় মারার রেকর্ড করেন। 

Updated By: Jul 13, 2022, 02:20 PM IST
Rohit Sharma: রোহিতই প্রথম করে দেখালেন, এর আগে পারেননি কোনও ভারতীয়!
রোহিতের অনন্য রেকর্ড

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারত দুরন্ত জয় ছিনিয়ে এনেছে। কেনিংটন ওভালে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ১০ উইকেটে হারিয়ে দিয়েছে জস বাটলারের টিমকে। ইংল্যান্ড টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। এই অল্প রান তাড়া করতে নেমে দুই ওপেনার রোহিত ও ধাওয়ান (৫১ বলে অপরাজিত ৩৪) হেসে খেলে ম্যাচ বার করে আনেন হাতে ১৮৮ বল রেখেই। 

ওভালে ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। মারলেন ৭টি চার ও ৫টি ছয়। রোহিত এই ইনিংসেই অনন্য মাইলস্টোন স্থাপন করেছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রোহিত ২৫০টি ছয় মারার রেকর্ড করেন। বাইশ গজের চতুর্থ ব্যাটার হিসাবে রোহিত এই অনন্য নজির গড়লেন। 

দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন যাঁরা:

১) শাহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩৫১
২) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৩১
৩) সনথ জয়সূর্য (শ্রীলঙ্কা) ২৭০
৪) রোহিত শর্মা (ভারত) ২৫০*
৫) এমএস ধোনি (ভারত) ২২৯

রোহিত ছাড়া তালিকার বাকি ক্রিকেটাররা আজ প্রাক্তন। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১৮৪) রয়েছেন রোহিতের পরে।

আরও পড়ুন: ISSF Shooting World Cup: শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার, মেহুলি-শাহু দেশকে দিলেন দ্বিতীয় সোনা

আরও পড়ুনICC ODI Team Rankings: ভারত ১০ উইকেটে হারাল ইংল্যান্ডকে, বিরাট ধাক্কা খেল পাকিস্তান!

আরও পড়ুনSouth Africa | AUS vs SA : সিদ্ধান্তের ফাঁদে দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন এখন ধোঁয়াশায়!

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 
 

.