Rohit Sharma | IND vs NZ: 'যদি ৩০-৪০ রান কম করতাম তাহলে...' দল ফাইনালে, কী বলছেন অধিনায়ক?

Rohit Sharma After IND vs NZ ICC World Cup 2023 Semi-Final: কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর কি তাঁর নামটাই লেখা হবে, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে? তার জন্য় অপেক্ষা আর মাত্র ক'টা দিনের। তবে ভারত এখন ফাইনালে। কী বলছেন রোহিত শর্মা।

Updated By: Nov 15, 2023, 11:50 PM IST
 Rohit Sharma | IND vs NZ: 'যদি ৩০-৪০ রান কম করতাম তাহলে...' দল ফাইনালে, কী বলছেন অধিনায়ক?
রোহিত স্বীকার করে নিলেন চাপের কথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ বিশ্বকাপ, শেষ চারে  মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জিল্য়ান্ড (IND Vs NZ)। বৃষ্টির জন্য় খেলা রিজার্ভ ডে-তে গড়িয়ে ছিল। ট্রেন্টব্রিজে বিরাট কোহলির টিম ইন্ডিয়া ১৮ রানে হেরেছিল। শেষ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। কাট টু ২০২৩। সেই দুই দলই ফের মুখোমুখি হল বিশ্বকাপের সেমি ফাইনালে। না এবার, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল না। কিউয়িদের হারতে হল ৭০ রানে। ভারত বুক চিতিয়ে খেলল। কলার তুলেই ১২ বছর পর চলে গেল বিশ্বকাপের (৫০ ওভারের) ফাইনালে। কাপ আর ভারতের মাঝে দূরত্ব আর এক ম্য়াচের। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। ভারত টিকিট কেটে ফেলল। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (Australia v South Africa, CWC 2023 Semi-Final 2)। এই ম্য়াচের জয়ী দল ফাইনাল খেলবে ভারতের সঙ্গে। নিউ জিল্য়ান্ডকে হারিয়ে ভারত নিল মধুর প্রতিশোধ। লিগ পর্যায়ে টানা নয় ম্য়াচ জিতে ভারত সেমিতে খেলতে নেমেছিল। এবার দশে-১০ করল ভারত। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসায় পঞ্চমুখ সকলেই। রোহিত কিন্তু কোনও কৃতিত্ব নিলেন না সাধুবাদ দিলেন দলকেই। 

আরও পড়ুন: Mohammed Shami | IND vs NZ: একাই দেশকে বিশ্বকাপের ফাইনালে তুললেন, ইতিহাস লিখে যা বললেন শামি...

খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেন, 'দেখুন আমি ওয়াংখেড়েতে প্রচুর ক্রিকেট খেলেছি, এখানে কোনও স্কোর করেই আপনি আরাম করতে পারবেন না। দ্রুত কাজ সেরে ফেলতে হবে। আমরা জানতাম আমাদের উপর একটা সময়ে চাপ আসবে। তবে আমার ধীরস্থির ছিলাম। আজ ফিল্ডিংয়েও কিছুটা সমস্য়া হয়েছে আমাদের। এগুলো হবেই। কিছু করার নেই। আমরা খুশি যে কাজটা শেষ পর্যন্ত করতে পেরেছি। ওদের কেন উইলিয়ামসন ও ড্য়ারেল মিচেল দারুণ ব্য়াট করল এদিন। যদি ৩০-৪০ রান আমরা কম করতাম, তাহলে হয়তো সমস্যায় পড়ে যেতাম। কে বলতে পারে! একটা সময়ে ম্য়াচের পরিস্থিতি এমন হয়েছিল যে, দর্শকরাও চুপ করে গিয়েছিলেন। কিন্তু আমরা জানতাম, কয়েক'টি ক্য়াচ বা রান আউট আমাদের সুবিধা করে দেবে। শামি সত্যিই অসাধারণ বল করেছে। আমাদের পাঁচ-ছ'জন ব্যাটার দারুণ ফর্মে আছে। টুর্নামেন্টে দারুণ লাগছে গিল আর আইয়ারের ব্য়াটিং। তবে শুভমনের জন্য় খারাপ লাগছে। বেচারার পায়ে টান ধরল বল ওকে ফিরে যেতে হল। আর কোহলির কথা কী বলব, ও যা করার তাই করল। ল্য়ান্ডমার্ক সেঞ্চুরিও পেয়ে গেল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে আমাদের স্কোরবোর্ডে ২৩০ রান ছিল। নতুন বলে বোলাররা দারুণ করছে। সেমিফাইনাল ম্য়াচ খেললাম। একবারও বলব না যে, চাপ ছিল না। যখনই খেলা হবে এরকম, চাপ থাকবেই। সেমিফাইনালে বাড়তি চাপ থাকে। তবে খুব একটা এটা নিয়ে ভাবতে চাইনি। খুব ভালো ভাবেই দ্বিতীয়ার্ধে সব মিটেছে।' সকল ভারতীয় অনুরাগীদের একটাই প্রার্থনা ১৯ নভেম্বর রোহিতের হাতে যেন কাপ ওঠে।

আরও পড়ুন: IND vs NZ, World Cup 2023 Semifinal: শামির সাত উইকেটে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.