উইম্বলডন: ডাবলসে সেমিফাইনালে পেজ, বোপান্নাও

উইম্বলডনে পুরুষদের ডাবলস বিভাগের সেমিফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান-ফরাসি জুটিকে হারিয়ে দেয় লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। টুর্নামেন্টের শেষ চার উঠল রোহন বোপান্না-রজার ভ্যাসলিন জুটি। পেজ ও বোপান্না এগোলেও ব্যর্থ মহেশ ভূপতি। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্টকে বিদায় জানালেন ভূপতি।

Updated By: Jul 4, 2013, 09:40 PM IST

উইম্বলডনে পুরুষদের ডাবলস বিভাগের সেমিফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান-ফরাসি জুটিকে হারিয়ে দেয় লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। টুর্নামেন্টের শেষ চার উঠল রোহন বোপান্না-রজার ভ্যাসলিন জুটি। পেজ ও বোপান্না এগোলেও ব্যর্থ মহেশ ভূপতি। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্টকে বিদায় জানালেন ভূপতি।
উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।শেষ চারে পৌঁছলেন অ্যান্ডি মারে,জোকোভিচ। দেলপোর্তো ও জেরজি জ্যানোউইচ। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শুরুতে বেশ চাপে পড়ে যান অ্যান্ডি মারে। স্পেনের ফার্নান্ডো ভার্ডাস্কোর বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও শেষ তিনট সেটে দুরন্ত কামব্যাক করলেন ব্রিটিশ মারে। ৪-৬, ৩-৬ ফলে প্রথম দুটি সেটে পিছিয়ে থাকলেও,শেষ তিনটি সেটে ৬-১, ৬-৪,৭-৫ ফলে হারিয়ে শেষ হাসি হারেন মারে। সেমিফাইনালে মারের প্রতিপক্ষ হতে চলেছেন পোল্যান্ডের জেরজি জ্যানোউইচ।যিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন আরেক পোলিশ কুবটকে। খেলার ফল ৭-৫,৬-৪, ৬-৪।
অন্যদিকে সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। টমাস বার্ডিচকে ৭-৬,৬-৪,৬-৩ ফলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন জোকার।জোকোভিচের প্রতিপক্ষ হতে চলেছেন দেল পোর্তো। কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরারকে ৬-২,৬-৪,৭-৬ ফলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন দেল পোর্তো।

.