করোনায় বাতিল উইম্বলডন; ভেঙে পড়েছেন ফেডেরার

অনেকেই ভেবেছিলেন এবার উইম্বলডন জিতে পেশাদারী টেনিস সার্কিট থেকে সরে দাঁড়াবেন রজার ফেডেরার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Apr 2, 2020, 12:35 PM IST
করোনায় বাতিল উইম্বলডন; ভেঙে পড়েছেন ফেডেরার

নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে এবার বাতিল হয়ে গেল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডনও। আর তাতে বেশ ভেঙে পড়েছেন সুইস টেনিস কিংবদন্তি রজার ফেডেরার।

উইম্বলডন আর ফেডেরার যেন সমার্থক। রেকর্ড আটবার উইম্বলডন জিতেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরার। এমনিতেই হাঁটুর অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। কিন্তু করোনা ধাক্কায় আপাতত বিশ্ব টেনিসের সব টুর্নামেন্ট বন্ধ থাকায় ফিট হওয়ার জন্য অনেকটা সময় পেয়ে যান কিংবদন্তি টেনিস তারকা। তাই অনুশীলনও শুরু করে দিয়েছিলেন ঘরবন্দি ফেডেক্স। নিজের পয়মন্ত গ্র্যান্ডস্ল্যামের জন্যই তৈরি হচ্ছিলেন।

অনেকেই ভেবেছিলেন এবার উইম্বলডন জিতে পেশাদারী টেনিস সার্কিট থেকে সরে দাঁড়াবেন রজার ফেডেরার। কিন্তু অলিম্পিক থেকে উইম্বলডন এবার কোনটাই হচ্ছে না। ফলে পরিকল্পনায় ধাক্কা! পরের বছর উইম্বলডন মানে চালশের ফেডেরার আবার কি র‌্যাকেট হাতে নামবেন নিজের প্রিয় গ্রাস কোর্টে! সেটা সময়ই বলবে।

যদিও ২৯ জুন থেকে উইম্বলডন শুরু হওয়ার কথা ছিল। উইম্বলডন শুরু হতে অবশ্য এখনও অনেকটা সময় বাকি। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাতিল হয়েচিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডন। তার পর এই প্রথম ফের বাতিল হল উইম্বলডন।

আরও পড়ুন - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম, বাতিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট

.