৩৫ বছর বয়সে নাদালকে ফিকে করে রূপকথা লিখলেন ফেডেরার

এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা যেন স্ক্রিপ্টেড। একেবারে হাতে ধরে লেখা চিত্রনাট্য। মানুষ ঠিক যেমনটা চাইছিলেন, তেমনটাই ঘটল। ওদিকে মেয়েদের ফাইনালে ভেনাস বনাম সেরেনা মুখোমুখি। আর এদিকে পুরুষদের ফাইনালে রজার ফেডেরার বনাম রাফায়েল নাদাল মুখোমুখি। রানীতে রানীতে যুদ্ধে আগের দিন জিতে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। আর আজ রাজায় রাজায় যুদ্ধে জিতবেন কে? গোটা পৃথিবী হয়ে গিয়েছিল দু'ভাগ।

Updated By: Jan 29, 2017, 06:20 PM IST
 ৩৫ বছর বয়সে নাদালকে ফিকে করে রূপকথা লিখলেন ফেডেরার

ওয়েব ডেস্ক: এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা যেন স্ক্রিপ্টেড। একেবারে হাতে ধরে লেখা চিত্রনাট্য। মানুষ ঠিক যেমনটা চাইছিলেন, তেমনটাই ঘটল। ওদিকে মেয়েদের ফাইনালে ভেনাস বনাম সেরেনা মুখোমুখি। আর এদিকে পুরুষদের ফাইনালে রজার ফেডেরার বনাম রাফায়েল নাদাল মুখোমুখি। রানীতে রানীতে যুদ্ধে আগের দিন জিতে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। আর আজ রাজায় রাজায় যুদ্ধে জিতবেন কে? গোটা পৃথিবী হয়ে গিয়েছিল দু'ভাগ।

আরও পড়ুন প্রয়াত লিওনেল মেসির কোচ

অবশেষে জিতলেন সেই রজার ফেডেরারই। হাড্ডাহাড্ডি ম্যাচে ফেডেক্স জিতলেন ৩৫ বছর বয়সেও। ৫ সেটের লড়াইয়ে হারালেন নাদালকে। ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে। ফেডেক্স জিতলেন জীবনের ১৮ তম গ্ল্যান্ডস্লাম প্রতিযোগিতা। আরও একবার প্রমাণ করলেন, বয়স কারও জাত কমিয়ে দেয় না।

আরও পড়ুন  ১৫ মাস পরে দেশের মাটিতে কোনও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে ভারত

.