Sourav Ganguly: মহারাজের অপসারণে রাজনৈতিক প্রতিহিংসা! সরব তৃণমূল-সিপিএম, পাল্টা বিজেপির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইনিংস শেষ। ক্রিকেট বোর্ড থেকে সরছেন তিনি। তাহলে তিনি কী রাজনীতির শিকার? সৌরভের নামে কোনও মনোনয়ন পেশ নয়, বিবিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হয়ে আসতে পারে রজার বিনি। সচিব পদে থাকছেন জয় শাহ। কোষাধক্ষ্যের পদ থেকে সরছেন অরুণ ধুমল। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে, সৌরভ আর সভাপতি পদের জন্য লড়াই করবেন না। 

তাহলে কি বিসিসিআই থেকে সরে আইসিসিতে যেতে চলেছেন সৌরভ? নাকি তিনি রাজনীতির শিকার? এরকম নানা প্রশ্নই উঠে আসছে। গৌতম ভট্টাচার্য বলেন, 'এটা পরিষ্কার যে, সৌরভকে সরিয়ে দেওয়া হল। যেহেতু তিনি হয়তো বোর্ডের মতাদর্শের যথেষ্ট অনুকরণ করেননি। তবে অমিত শাহ-র ছেলেজয় সাহা বিসিসিআই সভাপতি হবেন না। ক্রিকেট মহল বা রাজনৈতিক মহলের যে ধারণা, নরেন্দ্র মোদী বারবার যে পরিবারবাদের কথা বলেছেন, হয়তো জয় ক্ষমতায় এলে, এটা নিয়ে সমালোচনা হতে পারে। এটা ভেবেই জয়কে সভাপতি করা হল না। এর সঙ্গেই সৌরভকে বার্তা দেওয়া হল যে, আমরা তোমার সঙ্গে আর লম্বা রাস্তা হাঁটতে চাই না।'

আরও পড়ুন, Exclusive Gautam Bhattacharya, Sourav Ganguly: সৌরভকে সরিয়েই দেওয়া হল, কেন?

এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজনৈতিক মহলের নেতারা। তৃণমূল কংগ্রেসর মুখপাত্র ও সাংসদ শান্তনু সেন টুইট করে বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার আরও এক উদাহরণ। অমিত শাহ-র ছেলে বোর্ডে সচিব পদে থেকে যাচ্ছে কিন্তু সৌরভ থাকবেন না। এর কারণ কি সৌরভ মমতার রাজ্যের বাসিন্দা? সৌরভের বিজেপিতে যোগ না দেওয়াই কি কারণ?' 

দিলীপ ঘোষ বলেন, 'যারা সব জায়গায় রাজনীতি দেখেন তার বাইরে আর কিছু দেখতে পান না। সৌরভ যোগ দেওয়ার সময় কাকে ধন্যবাদ জানিয়েছিলেন? সবাইকেই একটা সময় পর সরে যেতে হয়। ওনাকেও একদিন মুখপাত্রের পদ থেকে সরে যাবেন। তখনও কি রাজনীতিকেই দোষ দেবেন?' তাহলে জয় শাহ থেকে গেলেন কী করে? দিলীপের বক্তব্য, কোথায় লেখা আছে দুজনকেই সরে যেতে হবে, একজনকে সরানো যাবে না।

কুণাল ঘোষের মন্তব্য, 'বিজেপির যারা পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেন তাদের লোক সেখানে থেকে যাচ্ছেন। কিন্তু সৌরভকে সরে যেতে হবে। আর বিজেপি নেতার পুত্র থেকে গেলেন। কী করে বিজেপির আর এক মন্ত্রীর পুত্র আরও এক বড় পদে আসছেন? অথচ সৌরভের মতো বড় ক্রিকেটার সরে যাচ্ছে। এসব দেখে তো খটকা লাগবেই।' 

সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, 'আমি তো মনে প্রাণে চাই সৌরভ প্রেসিডেন্ট থাকুক। চাই আইসিসিতেই সৌরভ যাক। খেলা ও রাজনীতিকে একজায়গায় নিয়ে আসা আমার পছন্দ নেই। খেলার জগতকে রাজনীতি প্রভাবমুক্ত করা প্রয়োজন। মমতা ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে সিপিএমের নিন্দা করে বক্তৃতা দিচ্ছেন। কে কোথায় থাকবে যাবে সেটা রাজনীতিগতভাবে ঠিক করা হচ্ছে? যদি সৌরভ রাজনীতির শিকার হন তাহলে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।' 

আরও পড়ুন, BCCI, Roger Binny, Sourav Ganguly: ভারতীয় ক্রিকেটের মসনদে সৌরভের জায়গায় বসছেন বিনি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
roger binny set to become new BCCI President is Sourav Ganguly a victim of political vendetta reaction of bjp tmc cpim
News Source: 
Home Title: 

মহারাজের অপসারণে রাজনৈতিক প্রতিহিংসা! সরব তৃণমূল-সিপিএম, পাল্টা বিজেপির 

Sourav Ganguly: মহারাজের অপসারণে রাজনৈতিক প্রতিহিংসা! সরব তৃণমূল-সিপিএম, পাল্টা বিজেপির
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No
Section: