প্রয়াত স্বনামধন্য ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান, শোকের ছায়া ক্রিকেটমহলে

ক্যানসারে ভুগছিলেন তিনি।

Updated By: Dec 26, 2020, 11:59 PM IST
প্রয়াত স্বনামধন্য ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান, শোকের ছায়া ক্রিকেটমহলে

নিজস্ব প্রতিবেদন:  ক্য়ানসারের সঙ্গে যুদ্ধে হার। প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং স্বনামধন্য ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছে ICC। টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার-সহ আরও অনেকেই। 

আরও পড়ুন: Boxing Day Test: সাবধানী হয়ে ব্যাট করার পরামর্শ Jasprit Bumrah'র

১৯৮১ সালে ইংল্য়ান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জাকম্যানের। কিন্তু ক্রিকেট জীবন দীর্ঘস্থায়ী হয়নি। অবসর নেন মাত্র চারটি টেস্ট খেলেই। তবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন রবিন জ্যাকমান। উইকেটের সংখ্যা ১৯।  খেলার থেকে অবসর নেওয়ার পর  সুনামের সংখ্যা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন প্রাক্তন এই ব্রিটিশ ক্রিকেটার। 

 

রবিন জ্যাকম্যান মৃত্যুতে টুইট করেছেন রামিজ রাজা, এবি ডিভিলিয়ার্স-সহ প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই।

 

 

.