১০০ গোল লেওয়ানডস্কির, সহজ জয় বায়ার্নের

Updated By: Mar 13, 2017, 09:13 PM IST
১০০ গোল লেওয়ানডস্কির, সহজ জয় বায়ার্নের

ব্যুরো: বায়ার্ন জার্সিতে শততম গোল করে ফেললেন রবার্ট লেওয়ানডস্কি। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলের সৌজন্যে বুন্দেশলিগায় সহজ জয় পেল বায়ার্ন। ফ্র্যাঙ্কফুর্টকে দুই-শূন্য গোলে হারিয়ে খেতাবের পথে আরও একধাপ এগোল কার্লো আনসেলোত্তির দল। আটত্রিশ মিনিটে লেওয়ানডস্কির গোলে লিড নেয় জার্মান চ্যাম্পিয়ন-রা। সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবার গোল। এবার স্কোরশিটে নাম লেখান ডগলাস কোস্তা। দ্বিতীয়ার্ধে লেওয়ানডস্কির দ্বিতীয় গোল বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়। বায়ার্ন জার্সিতে একশো ছত্রিশ ম্যাচে একশো গোল করা হয়ে গেল পোলিশ স্ট্রাইকারের। লিগ শীর্ষে দশ পয়েন্টে এগিয়ে বায়ার্ন মিউনিখ। (চাইনিজ সুপার লিগের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন মারাদোনা)

.