রুফটপ সোলার পাওয়ার প্লান্ট পেল চিন্নাস্বামী

বিশ্ব ক্রিকেটের আঙ্গিনায় নজির গড়তে চলেছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। বিশ্বের প্রথম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে চিন্নাস্বামীতে বসছে রুফটপ সোলার পাওয়ার প্লান্ট। আইপিএলের মাঝে বুধবার নতুন রুপে সেজে ওঠা এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন কর্নাটকের বিদ্যুৎমন্ত্রী। গত সপ্তাহেই সোলার পাওয়ার প্লান্ট বসানোর কাজটি শেষ হয়। এখন থেকে এই স্টেডিয়ামের ৪০% শতাংশ বিদ্যুত দেবে এই সোলার প্লান্ট। যার ফলে কমবে দুষণ। বিদ্যুতও সাশ্রয় করা সম্ভব হবে। বাঁচবে আর্থিক খরচও। ৫০ দিনের মধ্যেই এই সোলার প্লান্ট বসানোর কাজ শেষ করা হয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে মোট ৩ কোটি ৮২ লক্ষ টাকা। বিশ্ব ক্রিকেটে নজির করে সোলার প্লান্ট বসাতে পেরে উচ্ছ্বসিত কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।

Updated By: Apr 14, 2015, 07:56 PM IST
রুফটপ সোলার পাওয়ার প্লান্ট পেল চিন্নাস্বামী

ওয়েব ডেস্ক:বিশ্ব ক্রিকেটের আঙ্গিনায় নজির গড়তে চলেছে বেঙ্গালুরুর চিন্ন্যাস্বামী স্টেডিয়াম। বিশ্বের প্রথম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে চিন্ন্যাস্বামীতে বসছে রুফটপ সোলার পাওয়ার প্লান্ট। আইপিএলের মাঝে বুধবার নতুন রুপে সেজে ওঠা এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন কর্নাটকের বিদ্যুৎমন্ত্রী। গত সপ্তাহেই সোলার পাওয়ার প্লান্ট বসানোর কাজটি শেষ হয়। এখন থেকে এই স্টেডিয়ামের ৪০% শতাংশ বিদ্যুত দেবে এই সোলার প্লান্ট। যার ফলে কমবে দুষণ। বিদ্যুতও সাশ্রয় করা সম্ভব হবে। বাঁচবে আর্থিক খরচও। ৫০ দিনের মধ্যেই এই সোলার প্লান্ট বসানোর কাজ শেষ করা হয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে মোট ৩ কোটি ৮২ লক্ষ টাকা। বিশ্ব ক্রিকেটে নজির করে সোলার প্লান্ট বসাতে পেরে উচ্ছ্বসিত কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।

.