হাউসফুল যুবভারতী, তিন দশকের ইতিহাসে নতুন মাইলফলক
নিজস্ব প্রতিবেদন: যুবভারতীতে রবিবাসরীয় ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। টিকিটের জন্য স্টেডিয়ামের বিভিন্ন গেটে দেখা গেল দর্শকদের লম্বা লাইন। টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশ দর্শকরা। হবে নাই বা কেন? সুপার সান্ডেতে নয়া মাইলস্টোন ছুঁতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। জোড়া ম্যাচের জন্য যুবভারতীকে দুর্গে পরিণত করা হয়েছে।
আরও পড়ুন- ১২১ কোটি টাকার নতুন যুবভারতী, কী কী থাকছে জেনে নিন
এর আগে মেসি ম্যাচের সাক্ষী থেকেছে যুবভারতী। এই স্টেডিয়ামেই বিদায়ী ম্যাচ খেলেছিলেন জার্মানির কিংবদন্তি গোলকিপার অলিভার কান। এবার সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে চলেছে বিশ্বকাপের আসর।
মিলন মেলা প্রাঙ্গনের টিকিট কাউন্টারে লাইন। নিজস্ব চিত্র।
আরও পড়ুন- যুবভারতী আজ বিশ্ব ক্রীড়াঙ্গণ, জোড়া হাইভোল্টেজ ম্যাচে সাজো সাজো তিলোত্তমা
কলকাতার গর্বের তালিকায় নিঃসন্দেহে যুবভারতী ক্রীড়াঙ্গণ নতুন সংযোজন। ওয়েম্বলি বা ন্যুক্যাম্পে গিয়ে কলকাতার মানুষকে আর অবাক চোখে তাকিয়ে থাকতে হবে না। কারণ, আমাদের মন ভরাতে তৈরি নয়া যুবভারতী।