নাপোলিকে হারিয়ে কোয়োর্টার ফাইনালে রিয়াল, গোল নেই রোনাল্ডোর!

নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়োর্টার ফাইনালে পৌছল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও তিন-এক গোলে জয় পেল জিনাদেন জিদানের দল। তবে চ্যাম্পিয়ন্স লিগে গোলখরা অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

Updated By: Mar 8, 2017, 04:43 PM IST
নাপোলিকে হারিয়ে কোয়োর্টার ফাইনালে রিয়াল, গোল নেই রোনাল্ডোর!

ব্যুরো: নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়োর্টার ফাইনালে পৌছল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও তিন-এক গোলে জয় পেল জিনাদেন জিদানের দল। তবে চ্যাম্পিয়ন্স লিগে গোলখরা অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে নাপোলিকে তিন-এক গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিল জিনেদিন জিদানের দল। দুই পর্ব মিলিয়ে ছয়-দুই গোলে জিতল রিয়াল। তবে চ্যাম্পিয়ন্স লিগে গোলখরা অব্যাহত থাকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন সিআর সেভেন। প্রথমার্ধে রিয়ালকে কিছুটা হলেও চাপে ফেলে দেয় নাপোলি। মার্টেন্সের গোলে লিড নিয়ে নেয় ইতালির দলটি। বিরতিতে এক-শূন্য গোলেই এগিয়ে ছিল নাপোলি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুনভাবে ম্যাচে ফিরে আসে রিয়াল। বাহান্ন মিনিটে দুরন্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান সার্গিও র‍্যামোস। রিয়ালের দ্বিতীয় গোলটাও সেটপিস থেকে। র‍্যামোসের হেড মার্টেন্সের মাথায় লেগে গোলে ঢুকে যায়। জিদানের দলের জয় নিশ্চিত করে আলভারো মোরাতার গোল। রোনাল্ডোর শট গোলকিপার সেভ করলে ফিরতি বলে গোল করতে ভুল করেননি স্প্যানিশ স্ট্রাইকার।

.