ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

শনিবার ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া। চড়ছে উত্তেজনার পারদ।

Updated By: Dec 23, 2017, 12:26 PM IST
ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদন : শনিবার ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া। চড়ছে উত্তেজনার পারদ।

আরও পড়ুন- আইলিগের ম্যাচ করতে মরিয়া, বাগান কর্তারা যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে দিয়েছে

এল ক্লাসিকোয় লিওনেল মেসির মুখোমুখি হতে কি ভয় পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? যে ফুটবলার এক সপ্তাহ আগে চোখ ধাঁধানো গোল করে রিয়ালকে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন তিনিই। এবার কিনা এত বড় ম্যাচে অনিশ্চিত তিনি। তাও আবার নিজের ঘরের মাঠে। গত এক বছর এলএম টেনকে টেক্কা দিয়ে গিয়েছেন সিআর সেভেন। তার বদলা এল ক্লাসিকোয় নিতে মরিয়া মেসি। পর্তুগিজ তারকা সেটা ভালই বুঝতে পারছেন। চোটের কারণে কয়েকদিন দলের সঙ্গে অনুশীলনই করতে পারেননি রোনাল্ডো। বৃহস্পতিবার একা একাই বল ছাড়া ট্রেনিং করেন ফুটবলের পোস্টার বয়। রিয়াল শিবির অবশ্য আশাবাদী শেষপর্যন্ত  মেসির সঙ্গে টক্কর দিতে মাঠে নেমে পড়বেন পর্তুগিজ তারকা।

.