রোনাল্ডো ম্যাচ শেষের পর বললেন তিনি নাকি জানতেন!
মাঝের কয়েকটা বছর খারাপ কেটেছিল তাঁর। ভালোই খেলছিলেন। কিন্তু ট্রফি নিয়ে চলে যাচ্ছিল বার্সেলোনা। সেই দিন ফুরিয়েছে। বার্সার একাধিপত্য নেই। সাফল্য পাচ্ছেন রোনাল্ডো নিজে, তাঁর ক্লাব রিয়েল মাদ্রিদও। জয়সূচক পেনাল্টি থেকে তিনি গোল করবেনই। সেটা নাকি আগাম জানতেন আত্মবিশ্বাসী ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। আর তাই চ্যাম্পিয়ন্স লিগের পেনাল্টি শুট আউট শুরুর আগে কোচ জিদানকে সিআর সেভেন বলেছিলেন তিনি শেষ কিকটা মারতে চান। সেই মতো পঞ্চম কিকটা রোনাল্ডোর নামে লেখা ছিল। দলকে জিতিতে এমনটাই জানিয়েছেন পর্তুগিজ তারকা। শনিবার রাতে মিলানে রোনাল্ডো গোল করতেই রিয়ালের ইউরোপ জয় নিশ্চিত হয়ে যায়।
ওয়েব ডেস্ক: মাঝের কয়েকটা বছর খারাপ কেটেছিল তাঁর। ভালোই খেলছিলেন। কিন্তু ট্রফি নিয়ে চলে যাচ্ছিল বার্সেলোনা। সেই দিন ফুরিয়েছে। বার্সার একাধিপত্য নেই। সাফল্য পাচ্ছেন রোনাল্ডো নিজে, তাঁর ক্লাব রিয়েল মাদ্রিদও। জয়সূচক পেনাল্টি থেকে তিনি গোল করবেনই। সেটা নাকি আগাম জানতেন আত্মবিশ্বাসী ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। আর তাই চ্যাম্পিয়ন্স লিগের পেনাল্টি শুট আউট শুরুর আগে কোচ জিদানকে সিআর সেভেন বলেছিলেন তিনি শেষ কিকটা মারতে চান। সেই মতো পঞ্চম কিকটা রোনাল্ডোর নামে লেখা ছিল। দলকে জিতিতে এমনটাই জানিয়েছেন পর্তুগিজ তারকা। শনিবার রাতে মিলানে রোনাল্ডো গোল করতেই রিয়ালের ইউরোপ জয় নিশ্চিত হয়ে যায়।
এই চ্যাম্পিয়ন্স লিগ জয়টা তার কাছে খুব স্পেশ্যাল মূহুর্তে বলে জানিয়েছেন রোনাল্ডো। এই নিয়ে তৃতীয়বার ইউরোপ সেরা হলেন এই গোলমেশিন।