WPL 2024 | RCB vs GG: মাঠেই রয়েছেন তাঁর স্বপ্নসুন্দরী, উচ্ছ্বাসে ভেসে অনুরাগীর সরাসরি...প্রস্তাব!
RCB Star Shreyanka Patil Receives Marriage Proposal From Fan: আরসিবির স্পিনার মাঠেই পেলেন বিয়ের প্রস্তাব। ছবি ভাইরাল হয়ে গেল রাতারাতি।
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা দু'ম্য়াচ জিতে আরসিবি (RCB) চলে এসেছে পয়েন্ট টেবলের মগডালে। ডব্লিউপিএলে (WPL 2024) স্মৃতি মন্ধানার টিম আট উইকেটে বেথ মুনির গুজরাত জায়ান্টস ওমেনকে (Gujarat Giants Women) হারিয়ে ব্য়াক-টু-ব্য়াক জিতেছে। বুধবার রাতে স্মৃতিরা তাঁদের ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলেছিলেন মুনিদের বিরুদ্ধে। খেলাচলাকালীন এমন এক ঘটনা ঘটেছে যা আলাদা করে নজর কেড়ে নিয়েছে। শিরোনামে এসেছেন আরসিবি-র বোলিং অলরাউন্ডার শ্রেয়াঙ্কা রাজেশ পাটিল (Shreyanka Rajesh Patil)।
আরও পড়ুন: Dhruv Jurel | IND vs ENG: রাঁচির নায়ককে ২৩ লক্ষের এসইউভি, উপহার স্কোটকসের দেশের কোম্পানির!
বছর একুশের কর্ণাটকের শ্রেয়াঙ্কার রয়েছে অনেক অনুরাগী। তাঁদের মধ্য়েই একজন শ্রেয়াঙ্কাকে বিয়ে করতে চাইছেন। তিনি মাঠে প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল 'Will U Marry Me Shreyanka Patil'! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় 'শ্রেয়াঙ্কা পাটিল আপনি কি আমাকে বিয়ে করবেন?'। ক্য়ামেরা শ্রেয়াঙ্কার সেই ফ্য়ানের দিকে প্য়ান করতেই, তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখায়। শ্রেয়াঙ্কা ডাগআউটে বসে, এই কাণ্ড দেখে হেসে ফেলেন।
এবার আসা যাক ম্য়াচের কথায়। টস জিতে মুনিদের ব্যাট করতে পাঠান স্মৃতি। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট কেঁপে যায়। সোফি মোলিনাক্স ও রেনুকা সিংদের দাপটে গুজরাত ২০ ওভারে ৭ উইকেট মাত্র ১০৭ রান তুলেছিল। গুজরাতের কোনও ব্য়াটারের রানই বলার মতো নয়। ছয়ে নামা দয়ালন হেমলতা সর্বোচ্চ ৩১ রান করেছিলেন। এই রান তাড়া করতে নেমে হাতে ৪৫ বল বাকি রেখে ম্য়াচ হেসেখেলে জিতে যায় আরসিবি। ওপেন করতে নেমে স্মৃতি ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। এরপর দুয়ে নামা সোফি ডিভাইন মাত্র ছয় রান করে ফিরে যান। তিনে নামা সাবিনেনি মেঘানা (২৮ বলে ৩৬) ও এলিস পেরি (১৪ বলে ২৩) অপরাজিত ইনিংস খেলে ম্য়াচ বার করে আনেন।
আরও পড়ুন: Fastest T20I Hundred: কীর্তিপুরের মাঠে মহাকীর্তি! অনামী নামিবিয়ানের ইতিহাস, তছনছ সব রেকর্ড
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)