Ravindra Jadeja: গম্ভীরের ট্যাকটিক্স 'লোক দেখানো'! ধোনির সমর্থনে বিস্ফোরক জাদেজা

আর চুপ করে বসে থাকতে পারলেন না রবীন্দ্র জাদেজা। তিনিও জানালেন প্রতিক্রিয়া।

Updated By: Jan 9, 2022, 08:58 PM IST
Ravindra Jadeja: গম্ভীরের ট্যাকটিক্স 'লোক দেখানো'! ধোনির সমর্থনে বিস্ফোরক জাদেজা
রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি

নিজস্ব প্রতিবেদন: ছ'বছর আগের এক ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে! এবার প্রতিক্রিয়া জানালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এদিন চতুর্থ অ্যাশেজের পঞ্চম দিনে (AUS vs ENG, Ashes 4th Test, Day 5) ৯ উইকেট হারিয়েও জো রুটের (Joe Root) ইংল্যান্ড রুদ্ধশ্বাস টেস্ট ড্র করেছে সিডনিতে। আর এই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) মনে করিয়েছে ২০১৬ সালে তাদের সঙ্গে রাইজিং পুনে সুপারজায়েন্টস (Rising Pune Supergiants, RPSG) আইপিএল ম্যাচের কথা!

এদিন ইংল্যান্ডের দুই সেরা বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson) ও স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) ব্যাট হাতে টানা ২ ওভার দুর্গ আগলে রাখলে টেস্ট বাঁচান।১২ বল বাকি থাকতে ইংল্যান্ডের ৯ উইকেট চলে যায়। সেখান থেকে অ্যান্ডারসন-ব্রড খেলা ঘুরিয়ে দেন। শেষ উইকেটের জন্য কামিন্স অ্যান্ড কোং মরিয়া হয়েছিল। ন্যাথান লিয়ঁর ওভারে একেবারে ক্লোজ ক্যাচিং পজিশনে ফিল্ডিং সাজানো হয়। ২০১৬ আইপিএলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এরকম ফিল্ডিং সাজান এমএস ধোনির (MS Dhoni) জন্য। পীযূষ চাওলাকে বল দিয়ে ধোনির উইকেট তুলে নিতে চেয়েছিলেন কেকেআর (KKR) ক্যাপ্টেন গম্ভীর।

সেই ম্যাচের কথা মনে করিয়ে কেকেআর এদিন টুইটারে লেখে, "টেস্ট ক্রিকেটের এই মুহূর্ত মনে করিয়ে দিল টি২০ মাস্টার স্ট্রোকের কথা।" যার জবাবে চেন্নাইয়ের সুপার কিংসের মহাতারকা জাদেজা টুইটারে লেখেন,"এটা মাস্টার স্ট্রোক নয়! শুধুই লোক দেখানো"। এর সঙ্গে অট্টহাসির ইমোজি জুড়ে দেন ধোনির 'স্যার' জাড্ডু। চেন্নাই সুপার কিংস এবার নিলামের আগে জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও ঋতুরাজ গায়কোয়াড়কে (৬ কোটি) ধরে রেখেছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.