R Ashwin | IND vs BAN: ১৪৭ বছরে অশ্বিনই প্রথম! ওদিকে সকালেই বাংলাদেশ শুয়ে পড়ল, খেলার খবর রেখেছেন কি?

Ravichandran Ashwin Sets World Record: রবিচন্দ্রন অশ্বিন যা করলেন তা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে কেউ করতে পারেননি, ওদিকে বাংলাদেশও প্রায় বিপন্ন!  

Updated By: Sep 20, 2024, 01:12 PM IST
R Ashwin | IND vs BAN: ১৪৭ বছরে অশ্বিনই প্রথম! ওদিকে সকালেই বাংলাদেশ শুয়ে পড়ল, খেলার খবর রেখেছেন কি?
করে দেখালেন আর অশ্বিন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের (IND vs BAN), প্রথম টেস্টে একেবারে ড্রাইভার সিটে রোহিত শর্মারা। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ব্য়াট করতে নেমেছিলেন গতকালের অপরাজিত ব্য়াটার আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজা (R Ashwin-Ravindra Jadeja)। অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত ছিলেন। ভারতের স্কোর ছিল ৩৩৯/৬। তবে সেখান থেকে ভারত খুব বেশি দূর এগিয়ে যেতে পারল না।

জাদেজা এদিন আর একটি রানও যোগ করতে পারেননি। তাসকিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্য়াচ তুলে দেন তিনি। অশ্বিন ফিরলেন ১১৩ রান করে। তিনিও তাসকিনের শিকার হলেন। এরপর আকাশ দীপ (১৭) ও জসপ্রীত বুমরা (৭) কিছুক্ষণ ক্রিজে ছিলেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। 

আরও পড়ুন: মাঠে বসে প্রতি বলে তাতিয়েছেন অশ্বিনদের, চিপকের বৃদ্ধা রাতারাতি ইন্টারনেট সেনসেশন

অশ্বিন নিজের ঘরের মাঠে ইতিহাস লিখে ফেললেন। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অশ্বিনই প্রথম ক্রিকেটার, যাঁর ঝুলিতে ২০-র বেশি ৫০-এর উপর রান রয়েছে। এর সঙ্গেই বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের ৩০ বারেরও বেশি পাঁচ উইকেটে নিয়েছেন। আট নম্বর বা তার নীচে ব্য়াট করতে নেমে টেস্টে অশ্বিন চারটি সেঞ্চুরি পেয়েছেন। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন আট নম্বর বা তার নীচে নেমে। তাঁর পাঁচটি সেঞ্চুরি রয়েছে। অশ্বিন এলেন দুই নম্বরে।

ভারতের রান তাড়া করতে নেমে সকালেই শুয়ে পড়ল বাংলাদেশ। জসপ্রীত বুমরা ও আকাশ দীপের দাপটে চোখে সর্ষেফুল দেখলেন নাজমুল হোসেন শান্তরা। মাত্র ৪০ রানে চলে যায় বাংলাদেশের ৫ উইকেট। শাদমান ইসলাম (২), জাকির হাসান (৩), শান্ত (২০), মোমিনুল হক (০) ও মুশফিকুর রহিম (৪) বুঝে উঠতে পারেননি যে, কীভাবে ভারতীয় পেসারদের সামলাবেন। বুমরা ও আকাশ নিলেন দু'টি করে উইকেট। এক উইকেট মহম্মদ সিরাজের। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত বাংলাদেশ ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৭৩ রান। ৩০৩ রানে পিছিয়ে শান্তরা। 

আরও পড়ুন: ৩৪/৩ থেকে ৩৩৯/৬! পড়ন্ত বেলায় জোড়া 'রবি'র উদয়, চিপকে রিচার্জড ভারত

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.