অবসর ভেঙে এবিডিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুরোধ টিম ইন্ডিয়ার কোচের
প্রসঙ্গত অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবিডি। কিন্তু তা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেও আইপিএলে দিব্যি খেলে চলেছেন এবিডি। টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্য়ানদের মধ্যে একজন যে প্রোটিয়া ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স সে নিয়ে কারোর সন্দেহের অবকাশ নেই। তিনি যে এখনও ফুরিয়ে যাননি তার প্রমাণ মিলেছে সোমবারই কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে। শারজায় মরু ঝড় এবিডি-র ব্যাটে। ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তার পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ডিভিলিয়ার্সকে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবিডি। কিন্তু তা সম্ভব হয়নি। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে এবিডি-র ফেরার বিষয়ে বিশ্ব ক্রিকেটে জোর গুঞ্জন শুরু হয়। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করে ফেলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু সেই সব পরিকল্পনায় জল ঢেলে দেয় মারণ ভাইরাস করোনা।
Now, that the penny has dropped. What one saw last night was unreal. And the feeling is the same waking up. @ABdeVilliers17, the game in these trying times or otherwise needs you back in the international arena and out of retirement. The game will be better off #RCBvKKR #IPL2020 pic.twitter.com/s9BG6MxiCv
— Ravi Shastri (@RaviShastriOfc) October 13, 2020
তবে আইপিএলে নাইটদের বিরুদ্ধে ডিভিলিয়ার্সের দুর্ধর্ষ ইনিংস দেখে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী গোটা ক্রিকেট বিশ্বের তরফে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য ডিভিলিয়ার্সকে অনুরোধ জানিয়েছেন। টুইটারে শাস্ত্রী লিখেছেন, "গতকাল আমরা যা দেখেছি তা অবিশ্বাস্য! সেই একই রকম মেজাজ পাচ্ছি সকালেও। এবি ডি ভিলিয়ার্স তোমাকে আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরে পেতে চায়, অবসর ভেঙে ফিরে এসো। অনেক ভালো খেলা হবে।"
আরও পড়ুন - IPL 2020: শারজায় এবিডি ঝড়! স্টেডিয়ামের বাইরে চলন্ত গাড়িতে গিয়ে পড়ল ছক্কা, দেখুন ভিডিয়ো