কোচ হওয়ার জন্য আবেদন রবি শাস্ত্রীর, আবেদন জানালেন ফিল সিমন্সও

ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করলেন রবি শাস্ত্রীও। বেশ কিছুদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে জল্পনা চলছিল। তার অবসান ঘটালেন। বিসিসিআই সূত্রে জানা গেছে সচিন তেন্ডুলকরের অনুরোধ ফেলতে পারেননি রবি। অনিল কুম্বলের পদত্যাগের পরই রবি শাস্ত্রীকে অনুরোধ করেন বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটির সদস্য সচিন তেন্ডুলকর। পাশাপাশি বিরাট কোহলি সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই চাইছেন রবি শাস্ত্রী হাল ধরুন। সচিন ও ক্রিকেটারদের ইচ্ছাকে সম্মান জানাতেই নাকি রবি আবেদন করলেন।

Updated By: Jul 3, 2017, 11:07 PM IST
কোচ হওয়ার জন্য আবেদন রবি শাস্ত্রীর, আবেদন জানালেন ফিল সিমন্সও

ওয়েব ডেস্ক: ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করলেন রবি শাস্ত্রীও। বেশ কিছুদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে জল্পনা চলছিল। তার অবসান ঘটালেন। বিসিসিআই সূত্রে জানা গেছে সচিন তেন্ডুলকরের অনুরোধ ফেলতে পারেননি রবি। অনিল কুম্বলের পদত্যাগের পরই রবি শাস্ত্রীকে অনুরোধ করেন বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটির সদস্য সচিন তেন্ডুলকর। পাশাপাশি বিরাট কোহলি সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই চাইছেন রবি শাস্ত্রী হাল ধরুন। সচিন ও ক্রিকেটারদের ইচ্ছাকে সম্মান জানাতেই নাকি রবি আবেদন করলেন।

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নতুন সংযোজন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই তারকা ক্রিকেটার আবেদন করেছেন কোহলিদের হেড কোচ হওয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড দলকে এর আগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সিমন্সের। সিমন্সের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এক কিংবদন্তী ক্রিকেটারও নাকি ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে খবর।

.