বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী

জল্পনার অবসান। বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। মঙ্গলবার এই খবর জানিয়েছেন বিসিসিআই-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর।

Updated By: Jun 2, 2015, 12:07 PM IST
বাংলাদেশ সফরে  টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী

ওয়েব ডেস্ক: জল্পনার অবসান। বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। মঙ্গলবার এই খবর জানিয়েছেন বিসিসিআই-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর।

আগামী ১০জুন বাংলাদেশ সফরে যাচ্ছে কোহলি ব্রিগেড। খেলবে একটি টেস্ট ও তিনটে ওয়ান ডে ম্যাচ। এই সফরে ভারতের বোলিং কোচ হচ্ছেন বি অরুণ। সঞ্জয় বাঙ্গারকে দেখা যাবে ব্যাটিং কোচের ভূমিকায়। ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন আর শ্রীধর।  

অস্ট্রেলিয়া সফর ও ২০১৫ সালের বিশ্বকাপে ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী।

গতকালই বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইট করে জানান, প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সচিনকে নিয়ে এক গুরুত্বপূর্ণ কমিটি তৈরি হচ্ছে যেখানে সর্বসম্মতিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেবেন তাঁরা। ভিভিএস লক্ষ্মণ থাকবেন তৃতীয় উপদেষ্টা হিসাবে।

 

.