ফের কোচ নির্বাচন বিতর্ককে উসকে দিলেন খোদ সৌরভ!
ফের কোচ নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী-সৌরভ বিতর্ককে উসকে দিলেন খোদ সৌরভ। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ জানিয়ে দিলেন রবিকে ভারতের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল পরামর্শদাতা কমিটি। যদিও অনিল কুম্বলের কোচিংয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে রবির নাম ঘোষণা করেনি বিসিসিআই। জানা গেছে টিম ডিরেক্টর থেকে ব্যাটিং কোচে নেমে যাওয়াটা ভাল চোখে দেখেননি রবি। পরবর্তী ক্ষেত্রে পরামর্শদাতা কমিটি প্রবীন আমরেকে ব্যাটিং কোচ করার প্রস্তাব দিয়েছে।
ওয়েব ডেস্ক: ফের কোচ নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী-সৌরভ বিতর্ককে উসকে দিলেন খোদ সৌরভ। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ জানিয়ে দিলেন রবিকে ভারতের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল পরামর্শদাতা কমিটি। যদিও অনিল কুম্বলের কোচিংয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে রবির নাম ঘোষণা করেনি বিসিসিআই। জানা গেছে টিম ডিরেক্টর থেকে ব্যাটিং কোচে নেমে যাওয়াটা ভাল চোখে দেখেননি রবি। পরবর্তী ক্ষেত্রে পরামর্শদাতা কমিটি প্রবীন আমরেকে ব্যাটিং কোচ করার প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুন সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন
অনিল কুম্বলের দলের সহকারী কোচেদের নাম এখনও ঠিক না হলেও বোলিং কোচ হিসেবে শোনা যাচ্ছে জাহির খানের নাম। যদিও এব্যাপারটি খোলসা করেননি সৌরভ। তিনি জানিয়েছেন এটা বিসিসিআই-এর ব্যাপার। সারা বছর জাহিরকে পাওয়া যাবে কি না তা দেখে নিশ্চয়ই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন ১৯৫৮ সালের পর বিশ্বফুটবলের বড়মঞ্চে জার্মানিকে হারাল ফ্রান্স