বিশ্বকাপের মাঝে বিলেতে বসেই সুখবর পেলেন শাস্ত্রীরা
সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পরেই বোর্ডের নির্বাচনের জন্য শীর্ষ আদালতের অনুমতি নেবে বোর্ড।
নিজস্ব প্রতিবেদন : নটিংহ্যামে বসেই সুখবরটা পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ সহ কোচিং স্টাফরা। অক্টোবর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।
বিশ্বকাপের পরেই ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বিরাটরা। সেই সফরে কোচের দায়িত্বে থাকবেন শাস্ত্রী। ২০১৭ সালের জুলাই মাসে দু বছরের জন্য শাস্ত্রী, বাঙ্গার, শ্রীধরদের নিযুক্ত করে বোর্ড। চলতি বছরের অক্টোবরেই রয়েছে বোর্ডের নির্বাচন। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পরেই বোর্ডের নির্বাচনের জন্য শীর্ষ আদালতের অনুমতি নেবে বোর্ড। ২২ অক্টোবর বোর্ডের নির্বাচন। তার পরেই বিরাটদের জন্য নতুন কোচিং স্টাফ বেছে নেবে বিসিসিআই। তবে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের পর পরবর্তীকালে ভারত অধিনায়কের পছন্দের কোচের মেয়াদ বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন - ICC World Cup 2019: লর্ডসে বিশ্বকাপ ট্রফি ছুঁতে চাইছেন হার্দিক