দিল্লি জয় করে রঞ্জি বিদর্ভের
ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি পেতে চলেছে নতুন অধিকারী, অনুমান করা গিয়েছিল আগেই। ফাইনাল ম্যাচের চতুর্থ দিনেই প্রত্যাশিত ফল দেখল গোটা ভারত। বলে-ব্যাটে একচেটিয়া দাপট দেখিয়ে যোগ্য দল হিসেবে ২০১৭-১৮ মরশুমের রঞ্জির দখল নিল ফইজ ফজলের নেতৃত্বাধীন বিদর্ভ।
নিজস্ব প্রতিবেদন: মনোজদের বিরুদ্ধে যে দাপট দেখিয়ে রঞ্জি ফাইনালে উঠেছিল দিল্লি, তা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল বিদর্ভের সামনে। গৌতম গম্ভীরের রঞ্জি দলকে এক কথায় গুঁড়িয়ে দিল রজনীশ গুরাবনির বিধর্ভ। প্রথমবার রঞ্জি ফাইনালে উঠে দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিল তাঁরা।
Vidarbha Won by 9 Wicket(s) (Winners) #DELvVID @paytm #RanjiTrophy #Final Scorecard:https://t.co/HUDjbVs3Fc
— BCCI Domestic (@BCCIdomestic) January 1, 2018
সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়। এরপর ফাইনালে শুরু থেকেই দাপট বিদর্ভ দলের। ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি পেতে চলেছে নতুন অধিকারী, অনুমান করা গিয়েছিল আগেই। ফাইনাল ম্যাচের চতুর্থ দিনেই প্রত্যাশিত ফল দেখল গোটা ভারত। বলে-ব্যাটে একচেটিয়া দাপট দেখিয়ে যোগ্য দল হিসেবে ২০১৭-১৮ মরশুমের রঞ্জির দখল নিল ফইজ ফজলের নেতৃত্বাধীন বিদর্ভ।
আরও পড়ুন- গৌতমের দিল্লি রঞ্জি ফাইনালে, বাংলার লজ্জাজনক হারে হতাশ সৌরভ
খেলার সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি-
প্রথম ইনিংস- ২৯৫ (ডি শোরে-১৪৫)
রজনীশ গুরিবানি- ৬/৫৯
দ্বিতীয় ইনিংস- ২৮০ (ডি শোরে-৬২)
বিদর্ভ-
প্রথম ইনিংস- ৫৪৭ (এ ভি ওয়াদকর-১৩৩)
নভদ্বীপ অমরজিৎ সাইনি- ৫/১৩৫
দ্বিতীয় ইনিংস- ৩২/১ (ওয়াসিম জাফর- ১৭)
৯ উইকেটে জয় পেল বিধর্ভ