রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে নামার আগেই গরমের সঙ্গে লড়ে কাহিল মনোজ তিওয়ারিরা

Updated By: Oct 5, 2017, 09:40 PM IST
রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে নামার আগেই গরমের সঙ্গে লড়ে কাহিল মনোজ তিওয়ারিরা

ওয়েব ডেস্ক:  রঞ্জিতে এবার সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার ম্যাচে দলের মাথাব্যাথা দিল্লির অসহ্য গরম ও আর্দ্রতা। পাশপাশি রয়েছে রঞ্জিতে এবার নতুন নিয়ম। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে প্লেয়ারদের সতর্ক করল টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার সার্ভিসেসের সঙ্গে বাংলার প্রথম ম্যাচ। এদিন দিল্লির তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে গরমে আরও কাহিল হয়ে পড়বেন বাংলার ক্রিকেটাররা। প্রবল গরমের সঙ্গে মনিয়ে নিতে বৃহস্পতিবার ফিল্ডিং সেশনে খেলোয়াড়দের বোঝানোর দায়িত্ব নেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিরা।

এবার দলের পেস বোলিংয়ের ওপরে খানিকটা নির্ভর করছে বাংলা। এই গরমে সেই পেস ব্যাটারিকে ক্লান্তির হাত থেকে রেহাই দিতে দুই স্পিনারকেও খেলাতে পারে বাংলা। দলে আমির গনির সঙ্গে আনা হতে পারে প্রদীপ্ত প্রামাণিক বা ঋত্বিক চ্যাটার্জিকে। অন্যদিকে, দিন্দা-সামির সঙ্গে থাকতে পারেন সায়ন ঘোষ অথবা কনিষ্ক শেঠরা।

উল্লেখ্য, এবার ফিল্ডিংয়ে নিয়মকানুন বেশ কড়া করেছে বিসিসিআই। নেওয়া ফেক ফিল্ডিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। ফলে এনিয়ে সতর্ক থাকছে বাংলার ক্রিকেটাররা। কারণ ফেক ফিল্ডিং হলেই কাটা ‌যাবে ৫ রান।

আরও পড়ুন-জাকিয়া জাফরির আবেদন খারিজ, গুজরাত দাঙ্গায় ক্লিনচিট মোদীকে

.