আম্পায়ারিং নিয়ে অভিযোগ বাংলার, নষ্ট হল তিন পয়েন্ট

Updated By: Oct 9, 2017, 08:57 PM IST
আম্পায়ারিং নিয়ে অভিযোগ বাংলার, নষ্ট হল তিন পয়েন্ট

ব্যুরো: তীরে এসে তরী ডুবল বাংলার। ছয়ের জায়গায় তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হল মনোজ তেওয়ারিদের। ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তুলল বাংলা। অহেতুক জল খাওয়ার নাম করে সার্ভিসেসের ব্যাটসম্যানরা সময় নষ্ট করলেও বাধা দেননি আম্পায়াররা। এমনই অভিযোগ বাংলার ক্রিকেটারদের। পালামে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো একষট্টি রান তুলে ডিক্লেয়ার করে বাংলা। সার্ভিসেসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় তিনশো পঞ্চান্ন। এক সময় সার্ভিসেসের সাত উইকেট তুলে নিয়ে প্রায় জয়ের দোরগোড়ায় চলে এসেছিল বাংলা দল। কিন্তু আলোর অভাবে ছয় ওভার বাকি থাকতেই ম্যাচের ইতি ঘটে। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি জানিয়েছেন ছয় পয়েন্ট না পেয়ে হতাশগোটা দল। তবে  দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে তিনি খুশি।

.