আর বিতর্ক নয় এবার আইপিএলকে উচ্চতা দিতে চান রাজীব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সার্বিকভাবে উন্নতি করাই তার প্রথম লক্ষ্য বলে জানালেন গর্ভানিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান রাজীব শুক্লা। বিশ্বের অন্যতম সেরা লিগ হিসেবে পরিচিত আইপিএলকে আরও উঁচুতে নিয়ে যেতে চান তিনি। এবারের আইপিএল শুরুর মাত্র দুদিন আগে গর্ভানিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

Updated By: Apr 8, 2015, 05:25 PM IST
আর বিতর্ক নয় এবার আইপিএলকে উচ্চতা দিতে চান রাজীব

ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সার্বিকভাবে উন্নতি করাই তার প্রথম লক্ষ্য বলে জানালেন গর্ভানিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান রাজীব শুক্লা। বিশ্বের অন্যতম সেরা লিগ হিসেবে পরিচিত আইপিএলকে আরও উঁচুতে নিয়ে যেতে চান তিনি। এবারের আইপিএল শুরুর মাত্র দুদিন আগে গর্ভানিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

২০১৩ সালে পর্যন্ত গর্ভানিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন শুক্লা। স্পট ফিক্সিং ঘিরে আইপিএল উত্তাল হওয়ার পর সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। জগমোহন ডালমিয়া ফের বোর্ড সভাপতি হওয়ার পর আইপিএলের দায়িত্বে নিয়ে এসেছেন শুক্লাকে। তাই অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে আরও সফল ভাবে করতে চান এই ক্রিকেট প্রশাসক।

.