Rajat Patidar, IPL 2022 Eliminator : নিলামে অবিক্রিত রজত এখন একাধিক রেকর্ডের মালিক

ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভরা গ্যালারি বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় ছিল। সবাই চেয়েছিল ফ্যাফ ডু’প্লেসিস (Faf du Plessis), গ্লেন ম্যাক্সওয়েলদের (Glenn Maxwell) ব্যাট থেকে বড় রান আসুক। তবে আরসিবি-র (RCB) তারকাদের ব্যর্থতাকে একাই ঢেকে দিলেন মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি খেলা রজত পতিদার (Rajat Patidar)।

Updated By: May 26, 2022, 01:07 PM IST
Rajat Patidar, IPL 2022 Eliminator : নিলামে অবিক্রিত রজত এখন একাধিক রেকর্ডের মালিক
ছয় মেরে শতরান! ব্যাট দেখাচ্ছেন রজত পতিদার। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: এ ভাবেও ফিরে আসা যায়। বরং লেখা ভাল যে ‘এ ভাবেই ফিরে আসা যায়’। ‘একাই একশ’ মেজাজে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বোলারদের বুঝে রজত পতিদার (Rajat Patidar) আইপিএল-এর নিলাম মঞ্চে (IPL Auction 2022) অবক্রিত ছিলেন! অনেকের কাছে বিষয়টা অবাক করার মতো হলেও এটাই বাস্তব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) জার্সি গায়ে চাপিয়ে অপরাজিত শতরানকারী একাধিক রেকর্ডেরও মালিক হয়ে গেলেন।

ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভরা গ্যালারি বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় ছিল। সবাই চেয়েছিল ফ্যাফ ডু’প্লেসিস (Faf du Plessis), গ্লেন ম্যাক্সওয়েলদের (Glenn Maxwell) ব্যাট থেকে বড় রান আসুক। তবে আরসিবি-র (RCB) তারকাদের ব্যর্থতাকে একাই ঢেকে দিলেন মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি খেলা রজত। আইপিএল-এর নিলামে কোনও দল কেনেইনি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পরে চোটগ্রস্ত ক্রিকেটারের পরিবর্ত হিসাবে আরসিবিতে যোগ দেন।

তবে আইপিএল দুনিয়া রজতের কাছে নতুন নয়। গত আইপিএলেও আরসিবির জার্সিতে খেলেছেন তিনি। তৎকালীন অধিনায়ক বিরাট তাঁকে চারটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। সেই চার ম্যাচে মাত্র ৭১ রান করেছিলেন। তাই এ বারের আইপিএল নিলামে কোনও দল তাঁকে কেনার আগ্রহই দেখায়নি। এমনকি মুখ ফিরিয়ে নিয়েছিল আরসিবি।

তাঁর বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। পরে লভনিথ সিসোদিয়ার বদলে রজতকে নেয় আরসিবি। আর সেই সিদ্ধান্তই এই মরশুমে আরসিবির ভাগ্য বদলে দিল। বুধবার এলিমিনেটরে পাতিদার ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। ১২টি চার ও সাতটি ছক্কা হাঁকান তিনি। রজতের এই ইনিংসই শেষ পর্যন্ত জিতিয়ে দেয় বেঙ্গালুরুকে।

 

আর এই দুর্দান্ত ইনিংসে একগুচ্ছ রেকর্ডের মালিকও হয়ে গিয়েছেন তিনি। এই প্রথম কোনও আনক্যাপড ক্রিকেটার আইপিএলের প্লে-অফে শতরান করলেন। শুধু তাই নয়, আইপিএলের প্লে-অফে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সঙ্গে যুগ্মভাবে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেলেন রজত। প্লে-অফে আরসিবির কোনও ক্রিকেটারের করা এটাই সর্বোচ্চ স্কোর। এটি আইপিএলের ইতিহাসে কোনও আনক্যাপড ক্রিকেটারের করা তৃতীয় সর্বোচ্চ স্কোর।

দেখে নেওয়া যাক আইপিএল প্লেঅফে যাঁরা করেছেন সেঞ্চুরি:

বীরেন্দ্রে শেহওয়াগ (V Sehwag),  ১২২ রান, পঞ্জাব বনাম চেন্নাই (PBKS v CSK), আইপিএল ২০১৪ দ্বিতীয় কোয়ালিফায়ার (IPL 2014 Q2)
শেন ওয়াটসন (S Watson), ১১৭* রান, চেন্নাাই বনাম হায়দরাবাদ (CSK v SRH), আইপিএল ফাইনাল ২০১৮ (IPL Final 2018)
ঋদ্ধিমান সাহা (W Saha), ১১৫* রান, পঞ্জাব বনাম কলকাতা (PBKS v KKR), আইপিএল ফাইনাল ২০১৪ (IPL Final 2014)
মুরলী বিজয় (M Vijay), ১১৩ রান, চেন্নাই বনাম দিল্লি (CSK v DC), আইপিএল ২০১২ (IPL 2012 Q2)
রজত পতিদার (Rajat Patidar), ১১২ রান* বেঙ্গালুরু বনাম লখনউ (RCB vs LSG), আইপিএল ২০২২ এলিমিনেটর (IPL Eliminator 2022)

আরও পড়ুন: Rajat Patidar, IPL 2022 Eliminator: অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানিয়ে কী বললেন Virat Kohli?

আরও পড়ুন: Rajat Patidar: দেখে নিন আইপিএল প্লে-অফে রজত ছাড়াও আর কারা হাঁকিয়েছেন সেঞ্চুরি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.