Rahul Dravid | IPL 2024: আইপিএলে ফিরছেন দ্রাবিড়! লড়াইয়ে একাধিক দল, চলে এল বিরাট আপডেট
Rahul Dravid likely to mentor LSG in IPL 2024: আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়। একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়েছে তাঁকে নেওয়ার জন্য়। টিম ইন্ডিয়ার কোচের ব্য়াপারে চলে এল বিরাট আপডেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ঠিক চারদিন আগের ঘটনা। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় 'বদলাপুর'। ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! আর ঠিক ওইদিনই রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের। 'দ্য় ওয়াল' যদি ভারতকে বিশ্বকাপ জেতাতে পারতেন, তাহলে তিনিই রোহিতদের মাথায় থাকতেন, এই নিয়ে কোনও সন্দেহই ছিল না। কিন্তু ফাইনাল হারের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) রাহুলের বিকল্প ভেবে ফেলল। বিসিসিআই আর রাহুলের সঙ্গে নতুন করে চুক্তি করতে ইচ্ছুক নন। রাহুলও চাইছেন দায়িত্ব ছেড়ে দিতে। রাহুলের জুতোয় পা গলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ওরফে এনসিএ (NCA) প্রধান (National Cricket Academy) ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এমনটাই আপডেট।
আরও পড়ুন: Sanju Samson: 'আমি আনলাকিয়েস্ট'! বারবার উপেক্ষিত কেরালার নায়ক, জানালেন রোহিতের বার্তা
রাহুল কি তাহলে ফিরে যাবেন এনসিএ-তেই? আপাতত এই সমীকরণ দূরেই রাখতে হচ্ছে। কারণ দ্রাবিড়কে নিয়ে বিরাট আপডেট চলে এল। জানা যাচ্ছে দ্রাবিড় নাকি ফিরছেন আইপিএলে। তাঁকে মেন্টর করে বরণ করে নেওয়ার জন্য় মরিয়া লড়াইয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লখনউ সুপার জায়েন্ট ও রাজস্থান রয়্যালস (অতীতে এই দলের হয়ে তিনি বহু বছর খেলেছেন এবং মেন্টর হিসেবেও কাজ করেছেন।) এগিয়ে আছে লড়াইতে। সদ্য়ই লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গৌতম গম্ভীর। গৌতমের জুতোতেই দ্রাবিড় পা গলাবেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কারোর মতে দ্রাবিড় ফিরতে পারেন তাঁর চেনা ঘর রাজস্থানেই। কারণ এই টিমে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারা দ্বৈত ভূমিকা পালন করছেন। তিনি যেমন দলের হেড কোচ, তেমনই ডিরেক্টর অফ ক্রিকেটও। দ্রাবিড় ফিরলে সঙ্গার দায়িত্বও কমবে। অন্য়দিকে লড়াইয়ে আছে দিল্লি ক্য়াপিটালসও। এই দলকেও অতীতে তিনি কোচিং করিয়েছেন। অন্য়দিকে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন রাহুলের দীর্ঘ বছরের সতীর্থ সৌরভ গঙ্গেপাধ্য়ায়। যাঁর জোরাজুরিতেই রাহুল ভারতীয় দলের হেডস্যর হয়েছিলেন। দ্রাবিড়- লক্ষ্মণের ভবিষ্যৎ দ্রুত নির্ধারণ হয়ে যাবে বলেই খবর। কারণ বিসিসিআই আগামীর রূপরেখা তৈরি করতে জলদি বৈঠকে বসবে।
বিশ্বকাপ ফাইনালের পর রাহুলকে সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছিলেন। রাহুল বলেছিলেন, 'আমি এখনও কিছু ভাবিনি। সবে আমরা একটা বিশ্বকাপ ফাইনাল খেলে এলাম। এই মুহূর্তে আমার কাছে এইসব নিয়ে ভাবার সময় নেই। বিশ্বকাপ ফাইনাল নিয়েই সম্পূর্ণ মনোনিবেশ করছিলাম। বিশ্বকাপ ছাড়া আমার মাথায় অন্য কিছুই ছিল না। ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু চিন্তা করিনি'। ২০২১ সালের নভেম্বরে দ্রাবিড় দু'বছরের চুক্তিতে ভারতের কোচ হয়েছেন। তিনিও রবি শাস্ত্রীর মতোই ভারতকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। দ্রাবিড়ের কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রোহিত অ্যান্ড কোং দু'বারই অস্ট্রেলিয়ার কাছে খেতাবি লড়াইয়ে হেরেছ। গতবছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছিল ভারত। জানা যাচ্ছে দ্রাবিড় নাকি বিসিসিআই-কে বলেছে তাঁকে ফের এনসিএ প্রধানের দায়িত্বই ফিরিয়ে দেওয়া হোক। কারণ তিনি বেঙ্গালুরুতেই থাকেন। ফলে সেই কাজ করা তাঁরপক্ষে সুবিধাজনক। তবে ভারতীয় ক্রিকেটের প্রয়োজনে তিনি স্ট্যান্ড-ইন কোচ হতে রাজি আছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)